বিদ্যালয়ের জমির পরিমান ৩৩ শতাংশ। বিদ্যালয় ভবন একতলা দালান। ইহাতে ৩টি শ্রেণীকক্ষ ১টি অফিস কক্ষ আছে। বর্তমানে ভবনটি ঝুকিপূর্ণ। ব্যবহারের অনুপযোগী একটি টিনের ঘর আছে।
বিদ্যালয়টি ১৯৭০ সালে স্থানীয় জনগনের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা পরবর্তী ১৯৭৩ সনে বিদ্যালয়টি জাতীয় করণ করা হয় এবং শিক্ষকদের চাকুরী জাতীয়করণ করা হয়। ১৯৮৮ সালে বিদ্যালয় সম্পুর্ণভাবে ক্ষতিগ্রস্থ হয়। অতঃ পর গ্রামবাসীদের সহ যোগীতায় বিদ্যালয়টি মেরামত করে শিক্ষাক্রম চালানো হয় ১৯৯৫ সনে ফ্যাসালিটি ডিপার্টমেন্টের অনুদানে বিদ্যালয়টি পুনঃ নির্মিত হয়।
সন | অংশগ্রহনকারীর সংখ্যা | কৃতকার্যের সংখ্যা | পাশের হার | মন্তব্য |
২০১০ | ৩০ | ২৭ | ৯০% | |
২০১১ | ২৪ | ২৪ | ১০০% | |
২০১২ | ৩৭ | ৩৪ | ৯২% | |
২০১৩ | ৪৯ | ৪৯ | ১০০% | |
২০১৪ | ৩৭ | ৩৭ | ১০০% |
যোগাযোগ ব্যবস্থা সুগম উপজেলা হতে সড়ক পথে যে কোন যানবাহনে যাতায়াত করা যায় উপজেলা হেড কোয়াটার হতে বিদ্যালয়ের দুরত্ব প্রায় ২৫ কিলোমিটার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস