বিদ্যালয়টি ৩৪ শতাংশ। বিদ্যালয়টিতে দুটি ভবন আছে। ভবন দুটি পাকা। |
স্থানীয় মোঃ সহিদুর রহমান বিদ্যালয়ের জমি দান করেন। চারজন শিক্ষক নিজ অর্থায়নে একটি চৌচালা ঘর দেন এবং বেঞ্চ চেয়ার, টেবিল তৈরী করেন। বিদ্যালয়টি ১৯৮৬ সালে জাতীয় করন করা হয়।
শ্রেণী | সংখ্যা |
শিশু শ্রেণী | ৩২ |
প্রথম শ্রেণী | ৩৯ |
দ্বিতীয় শ্রেণী | ৩৩ |
তৃতীয় শ্রেণী | ৩৪ |
চতুর্থ শ্রেণী | ৩৩ |
পঞ্চম শ্রেণী | ১৩ |
মোট = | ১৮৪ |
পরিচালনা পর্যদের সভাপতি | জনাব মোঃ সফিকুল ইসলাম |
১১ সদস্যের মধ্যে পুরুষ ৯জন, মহিলা ২জন। কমিটি অত্যন্তসক্রিয় এবং সহায়ক।
সাল পাশের হার% ২০০৭ - ৭৫% ২০০৮ - ৬৭% ২০০৯ - ৯৩% ২০১০ - ৭৮% ২০১১ - ৯৬% |
বৃত্তি- ২০০৯ সালে-১জন |
অবকাঠামোগত উন্নয়ন পাশের হার বৃদ্ধি ঝড়ে পড়া হ্রাস দৈনিক উপস্থিত বৃদ্ধি সহ শিক্ষার মান উন্নয়ন হয়েছে। |
বিদ্যালয়টি উপজলো শিক্ষ অফিস হতে ৮ কিলোমিটার দূরে অবস্থিত। এর মধ্রে ২ কিলোমিটার গ্রামীণ কাঁচা রাস্তা। মোটর সাইকেল এবং পায়ে হেঁটে যাতায়াত করা যায়। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস