বিদ্যালয়ের জমির পরিমান 175 শতাংশ। জমিদাতা মৃত-ইউনুস মিয়া। বর্তমানে বিদ্যালয়ে 01 টি পাকা ভবন এবং 01 টি টিনসেড ঘর আছে। টিনসেড ঘরটি পরিত্যক্ত ঘোষনা করা হয়েছে। বিদ্যালয়ের কক্ষ সংখ্যা 04 টি। সামনে একটি খেলার মাঠ আছে। বিদ্যালয়ে শিশু শ্রেনী থেকে 5ম শেন্রী পর্যন্ত মোট ছাত্র/ছাত্রী সংখ্যা 174 জন। শিক্ষকের সংখ্যা 05 জন। প্রধান শিক্ষকের পদ শূন্য। কর্মরত শিক্ষক 04 জন।
এলাকার জনগনের উদ্যোগে 1936 সালে কাকজোর গ্রামের নামে কাকজোর সরকারী প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা পরবর্তী 1973 সালে বিদ্যালয়টি জাতীয়করন কর হয় এবং শিক্ষকদের চাকুরী সরকারীকরণ করা হয়।
ক্রমিক নং নাম পদবী ক্যাটাগরি 01 জনাব মোঃ বজলুর রহমান সভাপতি বিদ্যোৎসাহী 02 জনাব শিরিয়া বেগম সহ-সভাপতি বিদ্যোৎসাহী 03জনাব খন্দকার মোবারক হোসেন সদস্য জমিদাতা 04 জনাব রবীন্দ্রনাথ সরকার সদস্য শিক্ষক প্রতিনিধি, উ:বি: 05জনাব বজলুল হক সদস্য ওয়ার্ড মেম্বার 06জনাব মোঃ আবুল কাশেম সদস্য অভিভাবক 07জনাব মোঃ ইব্রাহীম হোসেন সদস্য অভিভাবক 08 জনাব শিমু আক্তার সদস্য অভিভাবক 09 জনাব বিলকিস বেগম সদস্য অভিভাবক 10 জনাব শিরিন সুলতানা সদস্য সচীব প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত
সন অংশগ্রহনকারীর সংখ্যা কৃত-কার্যের সংখ্যা পাশের হার 2010 31 29 93% 2011 28 27 97% 2012 25 25 100% 2013 32 32 100% 2014 34 34 100%
সন ট্যালেন্টপুল বৃত্তি সাধারণ বৃত্তি 2008 00 01 2014 00 01
বিদ্যালয়ের সকল পরীক্ষার ফলাফল সন্তোষজন। প্রাথমিক শিক্ষা সমাপনী পাশের হার 100% অর্জিত হয়েছে। বিদ্যালয়টিতে প্রাথমিক শিক্ষা সমাপনী মডেল টেষ্ট পরীক্ষার অনুষ্ঠিত হয়। আন্ত: প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগীতায় বিভাগীয় পর্যায়ে পর্যন্ত উত্তীর্ণ হয়।
সুসজ্তিত শ্রেনীকক্ষ, ছাত্র/ছাত্রীদের জন্য আলাদা টয়লেট, উপস্থিতির হার বৃদ্ধি সমাপনী পরীক্ষার পাশের হার 100% ধরে রাখা । মান সম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করনের যাবতীয় পদক্ষেপ সমূহ অনুসরন করে শিক্ষার মান উন্নয়নে ভুমিকা রাখা। সীমানা প্রাচীর করা, পরিত্যাক্ত ভবনের জায়গায় নতুন ভবন নির্মানসহ বিদ্যায়টিকে প্রাথমিক শিক্ষাসমাপনী পরীক্ষার কেন্দ্র হিসেবে পরিনত করা।
31 নং কাকজোর সরকারী প্রাথমিক বিদ্যালয়, গ্রামঃ কাকজোর, ডাকঘরঃ বানিয়াজুরী, উপজেলাঃ ঘিওর, জেলাঃ মানিকগঞ্জ। বানিয়াজুরী বাস ষ্টেশনে হতে 2 কিঃমিঃ দক্ষিন দিকে রিক্সা যোগে বিদ্যালয়ে যাতায়াত করা যায়।
ক্রমিক নং ছাত্র/ছাত্রীর নাম ফলাফল 01 রিয়া আক্তার জিপি-এ 5.00 02 আবির হাসান মিতুল “ 5.00 03 মোঃ রাফিউল হাসান “ 4.58 04 মোঃ রিদয় মোল্লা “ 4.58 05 সিফাত উজ জাহান অরিন “ 4.58
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস