বিদ্যালয়টির পমির পরিমান 28 শতাংশ। জমিদাতা তৎকালীন জমিদার বাবু স্বদেশ প্রসাদ বসু মজুমদার। বর্তমানে বিদ্যালয়ে 1টি পাকা ভবন এবং এ একটি আধাপাকা টিনসেড ঘর আছে। বিদ্রালয়ের কক্ষ সংখ্যা 07টি। সামনে দৈনিক সমাবেশ করার মত সামান্য খোলা জায়গা অছে। বিদ্যালয়ে শিশু শ্রেনি থেকে ৫ম শ্রেণী পর্যন্ত মোট চাত ছাত্রীর সংখ্যা 359 জন। শিক্ষকপদ শূন্য । দপ্তরী কমা নৈশ প্রহরী পদে একজন কর্মরত আছে।
এলাকার হিতৈষী ব্যাক্তিবর্গের উদ্যোগে 1938 ইং সালে শ্রীবাড়ী গ্রামের নামে শ্রীবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা পরবর্তীতে 1973ইং সালে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয় এবং শিক্ষকদের চাকুরী সরকারী করন করা হয়।
ক্রমিক নং | নাম | পদবী |
1 | মোঃ আঃ আজিজ | সভাপতি |
2 | রমজান আলী | সহঃ সভাপতি |
3 | শংকর প্রসাদ বসু | দাতা সদস্য |
4 | সেলিম মিয়া | সদস্য |
5 | সাজ্জাত হোসেন | সদস্য |
6 | আবুল হাসেম | সদস্য |
7 | মনোয়ারা বেগম | সদস্য |
8 | সুরাইয়া বেগম | সদস্য |
9 | জায়েদা | সদস্য |
10 | আহাম্মেদ আলী | সদস্য |
11 | আব্দুল কাদের খান | সদস্য সচিব |
সন | অংশগ্রহনকারীর সংখ্যা | কৃতকার্যের সংখ্যা | পাশের হার |
2010 | 47 | 41 | 87% |
2011 | 48 | 48 | 100% |
2012 | 53 | 53 | 100% |
2013 | 48 | 48 | 100% |
2014 | 61 | 49 | 96.72 |
2010 সাধারণ 01জন
2011 ট্যালেন্টপুল 02 সাধারণ 04
2012 সাধারণ 03
2013 সাধারণ 01
বিদ্যালয়ের ফলাফল মোটামুটি সন্তোষজনক।
সুসজ্জিত শ্রেনিকক্ষ ছাত্র ছাত্রীদের জন্য আলাদা চয়লেট, উপস্থিতির হার বৃদ্ধি, সমাপনী পরীক্ষায় পাশের হার 100% এ উন্নীত করা এবং ধরে রাখা।
উপজেলা সদর হতে আনুমানিক 12 কিঃ মিঃ দক্ষিন পশ্চিমে শিবালয় উপজেলা পরিষদ হতে 1 কিঃ মিঃ উত্তরে মোটর সাইকেল সি এন জি প্রাইবেট কারে বিদ্রালয়ে যাতায়াত করা যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস