বিদ্যালয়টি নাম পূর্ব কুমুলস্নী সরকারী প্রাথমিক বিদ্যালয়। উহা কালিগঙ্গা নদীর পাড় ঘেঁষে বানিয়াজুরী ইউনিয়নের ১নং ওয়ার্ডে অবস্থিত। ইউনিয়নের একটি বিচ্ছিন্ন এলাকা যা নদী বিধ্বংস্ত। ছাত্র সংখ্যা- ১৩৪ জন (শিশু সহ) শিক্ষক সংখ্যা- ৪জন মহিলা- ২জন বিদ্যালয়ের জমির পরিমান- ৩৩ শতাংশ। ২টি ভবন- ১টি পাকা ও ১টি কাঁচা এবং ভাঙ্গা। যা ওয়াকশন দেওয়া প্রয়োজন। |
১৯৭০ সালে মোছা‘‘ আমেনা খাতুনের দেওয়া ৩৩ শতাংশ জমির ওপর পূর্বকুমুল্লী সরকারী প্রাথমিক বিদ্যালয় টি স্থাপিত। এলাকার জনগনের সহযোগীতায় মৌলভী আব্দুর রহমান সাহেবের সভাপতিত্বে কমিটি গঠিত হয়। উক্ত কমিটি ৪ জন শিক্ষক সংগ্রহ করে এলাকার ছেলেমেয়েদের নিয়ে স্কুলটি প্রতিষ্ঠিত হয়। বানিয়াজুরী ইউনিয়নের ১নং ওয়ার্ডে নদী ভঙ্গে এলাকায় বিদ্যালয়টি নিজ মনে অক্ষুন্ন রেখে স্মৃতি স্বরূপ দাঁড়িয়ে আছে কালিগঙ্গা নদীর পাড়ে যদি ও এলাকাটি এখনও দূর্গম, তথাপি এবার ও ১ জন বৃত্তি লাভে করেছে এবং রানার্সআপ হয়েছে বঙ্গবন্ধু ও বেগম ফজিলাতুন্নেছা ফুটবল টুর্ণামেন্ট। বানিয়াজুরী ইউনিয়ন শাখায়। |
শ্রেণী | সংখ্যা |
প্রথম শ্রেণী | ২৯ |
দ্বিতীয় শ্রেণী | ২৩ |
তৃতীয় শ্রেণী | ২৮ |
চতুর্থ শ্রেণী | ২৮ |
পঞ্চম শ্রেণী | ১৪ |
মোট = | ১২২ |
জনাব মোঃ ইউসুফ আলী সভাপতি মোঃ নুরম্নল ইসলাম সহ সভাপতি মোছাঃ ফাতেমা খাতুন দাতা সদস মোঃ আওলাদ হোসেন সদস্য আব্দুস সালাম সদস্য খোরশেদ আলম সদস্য আম্বিয়া খাতুন সদস্য মতিলাল ঘোষ অভিভাবক সদস্য রশিদ মিয়া সদস্য বিউটি বেগম সদস্য হেলেনা বেগম সদস্য |
সাল পাশের হার% ২০০৭ - ১০০% ২০০৮ - ১০০% ২০০৯ - ৯০% ২০১০ - ১০০% ২০১১ - ৯০% |
২০১১ সালে সাধারণ গ্রেডে ১ জন বৃত্তি প্রাপ্ত।
|
বিদ্যালয়টি দুর্গম এলাকায় অবস্থি হলেও বিদ্যালয়ের লেখাপড়ার মান সবসময় সন্তোষজনক। বরাবরই ভাল ভাল ফলাফল করে আসছে। ২০১১ সালের সমাপনী পরীক্ষায় ১জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে এবং ২০১০ সালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা ফুটবল টুর্নামেন্টে মেয়েরা ইউনিয়ন পর্যায়ে রানার্সআপ হয়। |
যোগাযোগ ব্যবস্থা অত্যান্তনাজুক। গাড়ী বা সাইকেল যোগে ও সারাবছর যাতায়েত করা কষ্টকর । |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস