সংক্ষিপ্ত বর্ণনাঃ-
বিদ্যালয়ের জমির পরিমাণ ৩৩ শতাংশ। জমিদাতা হরিবন্ধু বালো। বর্তমানে বিদ্যালয়ে একটি আধাপাকা টিনসেট ঘর আছে। বিদ্যালয়ের কক্ষসংখ্যা ৪টি । সামনে ছোট একটি প্রাঙ্গন আছে। বিদ্যালয়ে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ৫৫জন। কর্মরত শিক্ষক ৩জন। প্রধান শিক্ষকের পদ শূন্য।
এলাকার জনগনের উদ্যোগে ১৯৩৯ খ্রিঃ শ্যামনগর মৌজায় তেরদোনা গ্রামের মধ্যে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা পরবর্তী ১৯৭৩ খ্রিঃ বিদ্যালয়টি জাতীয়করণ করা হয় এবং শিক্ষকদের চাকুরী সরকারী করণ করা হয়।
বর্তমান বিদ্যালয় পরিচালনা কমিটির তালিকাঃ
ক্রমিক নং | নাম | পদবী | ক্যাটাগরী | মন্তব্য |
১ | মোঃ ইদ্রিস আলী | সভাপতি | বিদ্যোৎসাহী | |
২ | মোঃ ইউনুস আলী | সহঃসভাপতি | অভিভাবক | |
৩ | মোঃ মুন্নাফ প্রামানিক | সদস্য | ,, | |
৪ | শিল্পী বেগম | ,, | বিদ্যোৎসাহী | |
৫ | হাসিনা আক্তার | ,, | অভিভাবক | |
৬ | সাজেদা বেগম | ,, | অভিভাবক | |
৭ | মোঃ নাজিমুদ্দিন | ,, | শিক্ষক প্রতিনিধি | উ:বি: |
৮ | বাবু বিকাশ চন্দ্র বালো | ,, | জমিদাতা | |
৯ | মোঃ সোহেল হোসেন | ,, | ওয়ার্ড মেম্বার | |
১০ | আরিফা আক্তার | ,, | শিক্ষক প্রতিনিধি | স:প্রা:বি: |
১১ | বাবু নিরঞ্জন তরফদার | সদস্য সচিব | প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) |
সন | অংশগ্রহণকারীর সংখ্যা | কৃতকার্যের সংখ্যা | পাষের হার | মন্তব্য |
২০১০ | ১০ | ০৭ | ৭০% | |
২০১১ | ০৭ | ০৭ | ১০০% | |
২০১২ | ০৮ | ০৮ | ১০০% | |
২০১৩ | ১৩ | ১৩ | ১০০% | |
২০১৪ | ০৯ | ০৯ | ১০০% |
বিগত ৫বছরে ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি একটিও নেই।
বিদ্যালয়ের সকল পরীক্ষার ফলাফল সন্তোষজনক। প্রাথমিক শিক্ষাসমাপনী পরীক্ষার পাশের হার ১০০% অর্জিত হয়েছে।
সুসজ্জিত শ্রেণীকক্ষ,ছাত্রছাত্রীদের জন্য আলাদা টয়লেট, উপস্থিতির হার বৃদ্ধি , সমাপনী পরীক্ষায় পাশের হার ১০০% ধরে রাখা, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের যাবতীয় পদক্ষেপসমূহ অনুসরণ করে শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখা। মিড ডে মিল চালু করা সহ বিদ্যালয়টিকে এক শিফটে পরিচালনা করা।
ঘিওর উপজেলা শিক্ষা অফিস হতে আনুমানিক ২৫কি.মি. দক্ষিণ দিকে ঘিওর উপজেলার শেষ প্রান্তে,( রিক্সায়, মোটরসাইকেল যোগে) বিদ্যালয়ে যাতায়াত করা যায়।
২০১৪সালের
ক্রমিক নং | নাম | ফলাফল জিপিএ | মন্তব্য |
১ | মোঃ সিয়াম বিশ্বাস | ৪.২৫ | |
২ | মোঃ আলআমিন প্রামানিক | ৪.১৭ | |
৩ | মোঃ নাজমুল হুদা প্রামানিক | ৪.১৭ | |
৪ | মোঃ হৃদয় আহমেদ(রিন্টু) | ৪.০০ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস