বানিয়াজুরী ইউনিয়ন রেজিষ্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়টি বানিয়াজুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুরাতন ঐতিহ্য রথযাত্রা মাঠের এক মনোরম পরিবেশে অবস্থিত। জমির পরিমান ৩৩ শতাংশ। বিদ্যালয়টি দ্বিতল ভবন। |
বনিয়াজুরী ইউনয়ন রেজিষ্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়টি গ্রামের গন্যমান্য ব্যাক্তি বর্গের অক্লামত্ম পরিশ্রমে ১৯৮৭ ইং হইতে ছোট একটি টিনের ঘর মলি বাশের বেড়া ৩ কÿ বিশিষ্ট্য প্রতিষ্ঠানটি শুরম্ন হয়। শুরম্নলগ্ন হইতে ৪জন শিÿক বিনা পরিশ্রমিকে শ্রম দিয়ে আসে তখন বিদ্যালয়টি ছিল আন রেজিষ্ট্রার্ড। অনেক পরিশ্রমের ফসল হিসাবে ১৪/০১/১৯৯৫ ইং বিদ্যালয়টি রেজিষ্ট্রেশন প্রাপ্ত হয় এবং ০১/০৭/১৯৯৫ ইং হইতে শিÿক গন এম.পি. ও ভূক্ত হন। বর্তমানে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা শিশু শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যমত্ম প্রায় ৩৫০ জন। ছাত্র অনুপাতে শিÿক স্বল্পতা শিÿকের স্বল্পতায় শিÿার্থীদের মানস্মত ভাবে শিÿা বা পাঠদান কর। সম্ভব নয় কারন শ্রেণীতে ছাত্র/ছাত্রী বেশী হলেও ক্লাশ বিভাজন বা সেকশন করা যায়না কারন শিÿক স্বল্পতা এমতাবস্থা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়অর জন্য উর্ধ্বতন কর্তৃপÿÿর দৃষ্টি আকর্ষন করছি। |
শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট |
শিশু শ্রেণী | ২৪ | ২৯ | ৫৪ |
প্রথম শ্রেণী | ২৫ | ১৭ | ৪২ |
দ্বিতীয় শ্রেণী | ৩৬ | ২৪ | ৬০ |
তৃতীয় শ্রেণী | ৩৭ | ৩৫ | ৭২ |
চতুর্থ শ্রেণী | ১৫ | ৩৩ | ৪৮ |
পঞ্চম শ্রেণী | ২৫ | ৩৪ | ৫৯ |
মোট = | ১৬২ | ১৭২ | ৩৩৫ |
জনাব মোঃ হারম্ননুর রশীদ | সভাপতি |
বাবু নিতাই চাঁদ সন্ন্যাসী | সহ- সভাপতি |
বাবু কালীদাস সাহা | উচ্চঃ বিদ্যাঃ শিঃ প্রতিনিধি |
মোঃ দেলোয়ার হোসেন | ওয়ার্ড মেম্বর |
বৃন্দাবন রাজবংশী | অভিভাবক সদস্য |
ভবেশ কুমার মন্ডল | অভিভাবক সদস্য |
সালমা আক্তার | অভিভাবক সদস্য |
রিক্তা রানী দে | অভিভাবক সদস্য |
বিনা আক্তার | অভিভাবক সদস্য |
সাল পাশের হার%
২০০৭ - ৭৫%
২০০৮ - ৮৫%
২০০৯ - ৮৩%
২০১০ - ৭১%
২০১১ - ৯৭%
২০০৮ সনে সাধারন গ্রেডে ১ জন
সুগম। ঢাকা-আরিচা মহাসড়কের দক্ষিন পাশ্বে ১ কিঃ মিঃ ভিতরে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস