বিদ্যালয়টি মানিকগঞ্জ জেলাধীন ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের তেরশ্রী গ্রামে ঘিওর দৌলতপুর সড়কের পাশে অবস্থিত। বিদ্যালয়ে চারটি একতলা ভবন রয়েছে। এছাড়াও শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের জন্য ২টি টিউব ওয়েল ও ৪টি টয়লেট রয়েছে। |
অত্র এলাকার তৎকালীন জমিদার সিদ্ধেশ্বর প্রসাদ রায় চৌধুরী বিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য ৩৩ শতাংশ ভূমি দান করেন। জমিদারের অনুপ্রেরনায় একটি টিনের ঘর তোলা হয়। প্রথম প্রধান শিক্ষক জনাব মেছের মুন্সী এবং জনাব আব্দুল লতিফ মাষ্টার সাহেবের উদ্যোগে বিদ্যালয়টি পরিচালিত হতে থাকে। |
শ্রেণী | বালক | বালিকা | মোট |
শিশু শ্রেণী | ১৬ | ১৯ | ৩৫ |
প্রথম শ্রেণী | ৫৪ | ৫৫ | ১০৯ |
দ্বিতীয় শ্রেণী | ৩৮ | ৪৪ | ৮২ |
তৃতীয় শ্রেণী | ৫৮ | ৭৩ | ১৩১ |
চতুর্থ শ্রেণী | ৫৪ | ৪৩ | ৯৭ |
পঞ্চম শ্রেণী | ৩০ | ৫১ | ৮১ |
মোট = | ২৫০ | ২৮৫ | ৫৩৫ |
জনাব মো মোতালেব ভূইয়া সভাপতি জনাব পাভেল রহমান সহ সভাপতি সোমেশ্বর প্রসাদ রায় চৌধুরী দাতা সদস্য মোঃ নুরম্নল ইসলাম উচ্চ বিদ্যালয়ের শি লতা কর বিদ্যোৎ সাহী বাদল পাল ইউ.পি.সদস্য সন্ধ্যা রানী দে মেধাবী ছাত্র অভিঃ অঞ্জলী রানী দে ছাত্র অভিভাবক অঞ্জলী সিংহ ছাত্র অভিভাবক বিষ্ণু পদ সেন ছাত্র অভিভাবক রিমা আক্তার ছাত্র অভিভাবক মাজেদা বেগম শিক্ষক আঃ ওহাব খান সদস্য সচিব |
২০০৭ - ১০০% ২০০৮ - ১০০% ২০০৯ - ৯৫% ২০১০ - ৫৮% ২০১১ - ১০০% |
সাল ট্যালেন্টপুল সাধারন
২০০৭ইং ৬জন ৪জন
২০০৮ইং ১জন ৩জন
২০০৯ইং ৩জন ২জন
২০১০ইং ২জন ২জন
২০১১ইং ১জন ১জন
প্রতিবছর ভালো ফলাফলের জন্য এ গ্রেড স্কুলে পরিণত হয়েছে। |
তেরশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র কনির হোসেন ২০১১ সালে দৌড় প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে। বর্তমানে সে বি.কে.এস.পি তে অধ্যয়ন রত আছে। |
যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস