বিদ্যালয়ের জমির পরিমান ৩৩ শতাংশ। বিদ্যালয় ভবন একতলা দালান। ইহাতে ৩টি শ্রেণীকক্ষ ১টি অফিস কক্ষ আছে। বর্তমানে ভবনটি ঝুকিপূর্ণ। ব্যবহারের অনুপযোগী একটি টিনের ঘর আছে। |
বিদ্যালয়টি ১৯৭২ সালে স্থানীয় জনগনের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। ১৯৭৩ সনে বিদ্যালয়টি সরকারি হয়। ১৯৮৮ সালের কন্যায় ও ঘূর্নিঝড়ে বিদ্যালয়ের ঘরটি সম্পূর্নভাবে ক্ষতি গ্রসত্ম হয়। অতঃ পর গ্রামবাসীদের সহ যোগীতায় বিদ্যালয়টি মেরামত করে শিক্ষাক্রম চালানো হয় ১৯৯৫ সনে ক্যাসালিটি ডির্পামেন্টের অনুদানে বিদ্যালয়টি পুনঃ নির্মিত হয়। |
শ্রেণী | সংখ্যা |
শিশু শ্রেণী | ৩০ |
প্রথম শ্রেণী | ৪০ |
দ্বিতীয় শ্রেণী | ৩৬ |
তৃতীয় শ্রেণী | ৪৮ |
চতুর্থ শ্রেণী | ৫৩ |
পঞ্চম শ্রেণী | ৩৭ |
মোট = | ২৪৪ |
সাল পাশের হার%
২০০৭ - ১০০%
২০০৮ - ৯০%
২০০৯ - ৯২%
২০১০ - ১০০%
২০১১ - ৯০%
২০১১ সানে ১জন ট্যালেন্টপুলে ১জন সাধারন গ্রেডে বৃত্তি পেয়েছে। |
সমাপনী পরীক্ষায় শতভাগ পাস করেছে ক্যাচমেন্ট এলাকার শিশু শতভাগ ভর্তি নিশ্চিত করা হয়েছে।
যোগাযোগ ব্যবস্থা সুগম উপজেলা হতে সড়ক পথে যে কোন যানবাহনে যাতায়াত করা যায় উপজেলা হেড কোয়াটার হতে বিদ্যালয়ের দুরত্ব প্রায় ২৫ কিলোমিটার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস