বিদ্যালয়টির বর্তমানে জমির পরিমান ৫৫ শতাংশ। জমিদাতা গন হচ্ছে (১) মোঃ রফিকুল ইসলাম লালন (২) মোঃ দুদু দেওয়ান (৩) মোঃ ছকিল উদ্দিন। বর্তমানে বিদ্যালয়ে একটি টিনসেড ঘর আছে। বিদ্যালয়ে কক্ষ সংখ্যা-৪টি। আমনে একটি খেলার মাঠ আছে। বিদ্যালয়ে শিশু শ্রেনী থেকে ৫ম শ্রেনীর মোট ছাত্র-ছাত্রী সংখ্যা ২০২ জন। কর্মরত শিক্ষক-৮ জন।
এলাকার জনগনের উদ্যোগে উপজেলা চেয়ারম্যান জনাব বীর মুক্তিযোদ্ধা আবজাল হোসেন খান (জকি) এর সাহায্যে 2009 খ্রিষ্টাব্দে বাসুদেব বাড়ী গ্রামের নামে বাসুদেব বাড়ী প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালটি বর্তমানে জাতীয়করনের তৃতীয় ধাপের তালিকা ভুক্ত।
ক্রমিক নং | নাম | পদবী | ক্যাটাগরী |
১ | মোঃ ছকিল উদ্দিন | সভাপতি | বিদ্যোৎসাহী |
২ | মোঃ আনোয়ার হোসেন (শহর) | সহ সভাপতি | |
৩ | আমিনুল ইসলাম | সদস্য সচিব |
সন | অংশগ্রহন কারীর সংখ্যা | পাশের হার | কৃতকার্যের সংখ্যা | মন্তব্য |
2012 | 05 | 100% | 05 | |
2013 | 14 | 100% | 14 | |
2014 | 18 | 100% | 18 | ১টি জিপিএ-৫ |
বিদ্যালয়ে সকল পরিক্ষার ফলাফল সন্তোষজনক। প্রাথমিক শিক্ষা সমাপনী 2012, 2013, 2014 সালের পরিক্ষার পাশের হার 100% অর্জিত হয়েছে।
সুসজ্জিত শ্রেনী কক্ষ, ছাত্র-ছাত্রীদের জন্য সুন্দর পরিবেশ, সমাপনী পরিক্ষায় পাশের হার 100 ধরে রাখা, মান সম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করনের যাবতীয় পদক্ষেপ সমূহ অনুসরন করে শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখা এবং বিদ্যালয়টি এক শিফটে পরিচালনা করা।
৮৩ নং বাসুদেব বাড়ী প্রাথমিক বিদ্যালয়, গ্রামঃ বাসুদেব বাড়ী, পোষ্টঃ তেরশ্রী, উপজেলাঃ ঘিওর, জেলাঃ মানিকগঞ্জ। ঘিওর শিক্ষা অফিস হতে আনুমানিক 5 কিলোমটার, ঘিওর উপজেলা হতে দৌলতপুর উপজেলার আঞ্চলিক হাইওয়ে হতে 1 কিলোমিটার বানিয়াঘোন হতে ভিতরে পাকা রাস্তা যোগে।
সাল | ছাত্র-ছাত্রীর নাম | জিপিএ | মন্তব্য |
2013 | তাসলিমা শেখ মীম | 4.25 | |
2013 | আশা আক্তার | 4.25 | |
2013 | বিপ্লব কুমার বালু | 4.17 | |
2014 | মোঃ আমিরুল ইসলাম | 5.00 | |
2014 | মিস নুপুর আক্তার | 4.00 | |
2014 | সম্পা রানী শীল | 4.00 |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস