ডা: আব্দুর রহিম খান মহিলা কলেজটি ঘিওরউপজেলা সদরের সন্নিকটে (৪)চার একর জমির উপর প্রতিষ্ঠিত। নারী শিক্ষার উন্নয়নে এলাকার পশ্চাদপদ জনগোষ্ঠির উন্নয়নের লক্ষে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত। বর্তমানে প্রতিষ্ঠানে দুটি সেমি পাকা বিল্ডিং এ ৯(নয়) টি কক্ষ রয়েছে। ছাত্রীদের জন্য কমনরম্নম, শিক্ষক মিলনায়তন , অফিস কক্ষ, অধ্যক্ষের কার্যালয়, মেয়েদের খেলাধুলার জন্য সু-পরিসর মাঠ ০১(এক) একর জায়গা জুড়ে একটি পুকুর রয়েছে। গাছপালা ঘেড়া সুন্দর মনোরম পরিবেশে মেয়েদের শিক্ষাকার্যক্রম পরিচালিত হয়। প্রতিষ্ঠানটিতে উচ্চমাধ্যমিক পর্যায়ে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা শিক্ষাক্রম চালু আছে।
সমাজ ও দেশকে অজ্ঞতার অন্ধকারের নাগপাশ থেকে মুক্ত করার মানসে লন্ডন প্রবাসী ঘিওর উপজেলার কুসত্মা গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবী, হিতৈষী দানবীর সাদা মনের মানুষ জনাব ডা: আব্দুর রহিম খান সাহেবের ঐকামিত্মক ইচ্ছা , প্রচেষ্টা ও সক্রিয় আর্থিক সহযোগীতা এবং স্থানীয় গন্যমান্য আপামর জনসাধারনের ঐকামিত্মক প্রচেষ্টায় নারী শিক্ষার উন্নয়নে ২০০০ ইং খ্রীষ্টাব্দে ডা: আব্দুর রহিম খান মহিলা কলেজটির যাত্রা শুরম্ন হয়। প্রতিষ্ঠাতার আর্থিক সহযোগীতায় সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ছাত্রীদের শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে। কলেজের প্রতিষ্ঠকালীন শিক্ষা কমন্ডলী, কর্মকর্তা ও কর্মচারীদের আমত্মরিক প্রচেষ্টায় কলেজটি আজ বর্তমান অবস্থানে এসে দাড়িয়েছে। ২০০৫ সালে কলেজটি স্বীকৃতি লাভ করে।
শিক্ষাবর্ষ
| মোট |
২০১০-২০১১ই | ৯৬ জন |
২০১১-২০১২ইং | ৪৪ জন |
খন্দকার মোহাম্মদ আলী | সভাপতি | স্নাতকোত্তর | |
আবু মোহাম্মদ কামরম্নল হাসান | সদস্য | স্নাতকোত্তর | |
মো: মজিবুর রহমান | সদস্য |
| |
মো: হাবিবুর রহমান | সদস্য সচির | স্নাতকোত্তর |
সন
| মোট পরীক্ষর্থী | মোট পাশ | পাশের হার |
২০০৭ | ৩২ | ১২ | ৩৮% |
২০০৮ | ৩৭ | ২১ |
|
২০০৯ | ২৮ | ১০ | ৩২% |
২০১০ | ৪৩ | ১৮ | ৪২% |
২০১১ | ৩৮ | ১২ | ৩২% |
সরকারী বিধি মোতাবেক ৪০% ছাত্রী উপবৃত্তি পেয়ে আসছে।
ডা:আব্দুর রহিম খান মহিলা কলেজ,ঘিওর , মানিকগঞ্জ। মোবাইল নং ০১৭৫৮৫০৬২০৯
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস