বিদ্যালয়টি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার অন্তর্গত বানিয়াজুরী ইউনিয়নের আওতাভুক্ত করচাবাধা গ্রামে অবস্থি। বিদ্যালয় ভবনটি দিক্ষিণ মুখি এবং বিদ্যালয়ের সামনে একটি খেলার মাঠ আছে। বিদ্যালয়টি ৩৯ শতাংশ জায়গার উপর অবস্থিত। |
অত্র এলাকার বিশিষ্ট বিদ্যানুরাগী ও সমাজ সেবক জনাব মোঃ হারেজ খান ও মোঃ আঃ দলিল মিয়া এলাকার শিশুদের লেখাপড়ার প্রয়োজনীয়তা উপলবিদ্ধ করেন এবং বিদ্যালয় গৃহ নির্মানের জন্য জায়গা দান করেন। |
শ্রেণী | সংখ্যা |
শিশু শ্রেণী | ২৮ |
প্রথম শ্রেণী | ২৬ |
দ্বিতীয় শ্রেণী | ২৩ |
তৃতীয় শ্রেণী | ৩১ |
চতুর্থ শ্রেণী | ২৪ |
পঞ্চম শ্রেণী | ৩৫ |
মোট = | ১৬৭ |
পুরুষঃ ০৮ জন মহিলাঃ ০৪ জন |
সাল পাশের হার% ২০০৭ - ১০০% ২০০৮ - ১০০% ২০০৯ - ৯০% ২০১০ - ১০০% ২০১১ - ৯০% |
খেলাধূলায় একজন খেলোয়ার বর্তমান জেলা পর্যায়ে অংশ গ্রহণ করে। |
বিদ্যালয়টি ঢাকা আরিচা মহাসড়কের বাইপাস রোড যাহা ঝিটকা হরিরামপুর এর সাথে যোগাযোগ রক্ষা করে। মানিকগঞ্জ এর পর তরা হইতে বাইপাস রাস্তায় গিলন্ড নামক জায়গায় যাবার পদক্ষিণ দিকে ২ কি.মি আগাইলে বিদ্যালয় অবস্থিত ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস