বিদ্যালয়ে ৩৩ শতাংশ জমি আছে। বিদ্যালয়ের উত্তর পাশ দিয়ে রাস্তা চলে গিয়াছে সিংজুরী হইতে তিল্লী পর্যন্ত। বিদ্যালয়ের পূর্বের টিন সীট ঘরটি পশ্চিম পার্শ্বে উত্তর দক্ষিণে উত্তোলন ছিল। সেই ঘরটি বাতিল হওয়ায় রাস্তার সাথে পূর্ব ও পশ্চিম দক্ষিণ দিক করে ৩ রুম বিশিষ্ঠ একটি ভবন ১৯৯৭/৯৮ সনে স্থাপিত হয়েছে। বর্তমানে বিদ্যালয়ে একটি নূতন ভবনের দরকার। বিদ্যালয়ের ঘর বাদে বাকী যায়গা নিচু।
চরবাইলজুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের অন্তর্গত চরবাইলজুরী গ্রামে অবস্থিত। বিদ্যালয়ের জমিদাতা বলরাম চন্দ্রদাস। তিনি দুই ছেলে গোপাল ও নেপালকে রাখিয়া মারা যায়। পরে গোপাল ও নেপাল ভারতে চলে যায়। ১৯০৮ সালে বিদ্যালয়ের নামে ৩৩ ডিং জমি দলিল করিয়া দিয়াছে। তখন টিনের একটি ঘর করে বিদ্যালয়ের কাজ পরিচালনা করিয়া আসিয়াছেন গত ১৯৯৭/৯৮ সালে ৩ রো বিশিষ্ঠ একটি ভবন হয়েছে। বর্তমানে বিদ্যালয়ের ছাত্র সাংখ্যা প্রায় ২০০ জনের মত একটি ভবন থাকার কারনে লেখাপড়ায় সমস্যা হয়। শিক্ষকদের জন্য কোন রোম নেই এবং শিশু শ্রেণী বাহিরে খোলা মাঠে ক্লাশ নিতে হয়। প্রাথমিক বিদ্যালয়গুলি এক সাথে জাতীয় করন করা হয়ে। বর্তমানে বিদ্যালয়ে ৪ জন শিক্ষক কর্মরত আছে। অতিতারাতারি একটি নতুন ভবনের প্রয়োজন।
শ্রেণী | বালক | বালিকা | মোট |
শিশু শ্রেণী | ১৩ | ১৬ | ২৯ |
প্রথম শ্রেণী | ১৩ | ১৬ | ২৯ |
দ্বিতীয় শ্রেণী | ১২ | ৮ | ২০ |
তৃতীয় শ্রেণী | ১৬ | ১২ | ২৮ |
চতুর্থ শ্রেণী | ১৬ | ১৩ | ২৯ |
পঞ্চম শ্রেণী | ১৭ | ১২ | ২৯ |
মোট = | ৮৭ | ৭৭ | ১৬৪ |
বাবু নিতাই চন্দ্র সাদ সভাপতি
মোঃ মেজবাহ উদ্দিন সহ সভাপতি
মোঃ রহিজ উদ্দিনে সদস্য
মোঃ আবুবক সিদ্দিকী শিক্ষক প্রতিনিধি
মোছাঃ ছালেহা বেগম সদস্য
মোছাঃ আদুমা বেগম সদস্য
মোছাঃ ছালমা বেগম সদস্য
মোঃ লাইলি বেগম সদস্য
মোঃ আঃ আওয়াল সদস্য সচিব
২০০৭ - ১০০% ২০০৮ - ১০০% ২০০৯ - ৭৫% ২০১০ - ৩৯.৬৬% ২০১১ - ৯৬% |
শাকিলা আক্তার, জিপিএ ৫.০০ অর্জন করেছে। |
৭নং চরবাইলজুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ১৯০৮ সালে স্থাপিত হয়েছে। আমি ২০০৯ সালে প্রধান শিক্ষক পদে যোগদান করিয়াছি। আমি বিদ্যালয়ের কাগজপত্রে ভাল কিছু পাইনাই তবে গত ২০১১ সালে ১টি মেয়ে বৃত্তি পেয়েছে। |
বিদ্যালয়টি রাস্তার পার্শ্বে অবস্থিত এলাকার ছাত্র/ছাত্রী বিদ্যালয়ে আসা কোন সমস্যা হয় না। বর্ষার সময় আসতে চরঘিওর গ্রামের ছেলে মেয়েদের যোগাযোগ ব্যবস্থা ভাল নয়। বিদ্যালয় হইতে একটি রাস্তাহইলে যোগাযোগ ব্যবস্থা ভাল হইবে। উপজেলা হইতে বিদ্যালয়ে আমার যোগাযোগ ব্যবস্থা খুবই ভাল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস