জমি ৪৬ শতাংশ। এর উপর দুইটি দ্বিতল ভবন ও একতলা বিশিষ্ট পাকা ভবন। প্রত্যেকটির দৈর্ঘ্য ৬০ ফুট প্রস্থ ২০ ফুট। অফিস রম্নম ব্যতিত পাঠদানের জন্য ৪টি রম্নম আছে। ছাত্র/ছাত্রী অনুপাতে আরও কক্ষ বর্ধিত করা প্রয়োজন। স্বাভাবিক বর্ষায় বিদ্যালয়ের সামনে পানিতে ডুবে যায়। |
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব মোঃ নবাব আলী ও আইয়ূব আলী এলাকায় বিদ্যালয় স্থাপন করলে এলাকার লোকজন সু শিক্ষায় শিক্ষক্ষত হয়ে উঠবে। এই চিমত্মা ভাবনায় এর দুই ভাইয়ে বিদ্যালয় স্থাপন করার জন্য জমিদান করেন। এলাকার লোক স্বতর্স্ফুত ভাবে এদের সহযোগিতা করে। |
শ্রেণী | সংখ্যা |
শিশু শ্রেণী | ৪৭ জন |
১ম শ্রেণী | ৯০ জন |
২য় শ্রেণী | ৭৯ জন |
৩য় শ্রেণী | ৯২ জন |
৪র্থ শ্রেণী | ৬৭ জন |
৫ম শ্রেণী | ৫১ জন |
মোঃ জিন্না মিয়া আঃ লতিফ মিয়া কামরুন্নাহার কিশোর কুমার দাস রওশান আলম আঃ মান্নান সায়েদুর রহমান মোঃ দুলাল মিয়া দিপালী রানী দাস আলেয়া বেগম তাহ্মিনা আক্তার আঃ করিম মোলস্না | দাতা সদস্য বিদ্যোৎসাহী পুরুষ বিদ্যোৎসাহী মহিলা শিক্ষক প্রতিনিধি ইউ.পি. সদস্য মেধাবী ছাত্র অভিভাবক ছাত্র অভিভাবক মেধাবী ছাত্র অভিভাবক ছাত্র অভিভাবক ছাত্র অভিভাবক (মহিলা) শিক্ষক প্রতিনিধ প্রধান শিক্ষক |
সাল পাশের হার
২০০৭ - ১০০%
২০০৮ - ১০০%
২০০৯ - ৯১%
২০১০ - ৭০%
২০১১ - ৯৬%
২০০৮ সালে বিদ্যালয়টি থেকে ৩ জন ছাত্র-ছাত্রী বৃত্তি প্রাপ্ত হয়। তারমধ্যে ট্যালেনপুলে বৃত্তি প্রাপ্ত ২জন এবং সাধারণ বৃত্তি প্রাপ্ত ১ জন।
২০০৯ সালে সাধারণ বৃত্তি প্রাপ্ত ১ জন।
বিদ্যালয় স্থাপনের ফলে এলাকার শিক্ষক্ষতের হার বেড়েছে। |
উপজেলা সদর হতে সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা সুগম। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস