বিদ্যালয়টিতে রয়েছে ২টি পাকা ভবন একটি সেমি পাকা ভবন ও ২টি টিনের ঘর। শ্রেণী কার্যক্রম পরিচালনার জন্য রয়েছে ৮টি কক্ষ। বিদ্যালয়ে কর্মরত শিক্ষক সংখ্যা ১২ জন সর্বমোট ছাত্র-ছাত্রী ৭২৫ জন।
স্থানীয় বিদ্যোৎসাহী জনগনের আমত্মরিক প্রচেষ্টা ও উৎসাহের ফসল হিসেবে ১৯৭২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয় এর জমিদান করেন স্থানীয় মুরুববী মরহুম মজলিশ খাঁন বিদ্যালয়ের বর্তমান জমির পরিমান ৫০ শতাংশ। উপজেলা পরিষদের উত্তর পাশের দেওয়াল সংলগ্ন বিদ্যালয়টি ঘিওর দৌলতপুর রাসত্মার পাশের অবস্থিত।
প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণী শিশু শ্রেণী | ১২৮ জন ১১৬ জন ১২০ জন ১২৭ জন ১১৭ জন ১১৭ জন |
সরকারি সর্বশেষ পরিপত্র অনুযায়ী ২১/০৯/২০১০ইং তারিখে ১২ সদস্য বিশিষ্ট বর্তমান পরিচালনা পর্ষদ গঠিত হয়। |
|
সাল ২০০৭ ২০০৮ ২০০৯ ২০১০ ২০১১ | পাশের হার ৪৭% ৪৫% ৯৮% ৯৬% ১০০% |
২০১১ সালে ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্তিঃ৭টি ২০১১ সালে সাধারণ বৃত্তি প্রাপ্তিঃ ০৫টি সর্বমোট বৃত্তি প্রাপ্তির সংখ্যাঃ ১২টি |
বিদ্যালয়টির যোগাযোগ ব্যবস্থা খুবই ভাল। উপজেলা পরিষদের সীমানা সংলগ্ন বিদ্যালয়টি পাকা সড়কের সাথে অবস্থিত। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস