তেরশ্রী কে. এন. ইনষ্টিটিউশন বিদ্যালয়ে ১টি দ্বিতল ভবন ও ২টি এক তলা ভবন আছে । এছাড়া ৪টি টিনসেডের ঘর আছে । বিদ্যালয়য়ের উত্তর দিকে বিশাল একটি খেলার মাঠ আছে । বিদ্যালয়ের সামনে একটি পুকুর ও ঘিওর দৌলতপুর হাইওয়ে পাকা রাস্তা রয়েছে। বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেনী থেকে ১০ম শ্রেনী পর্যন্ত ৮৮১ জন ছাত্র-ছাত্রী অধ্যায়নরত আছে। এছাড়া বিদ্যালয়ের মোট সম্পত্তি ১২.৭৬ একর।
পশ্চিম মানিকগঞ্জের স্বনামধন্য প্রজাবৎসল তৎকালীন তেরশ্রী ইস্টেট এর জমদিার সিদ্ধেশ্বরী প্রসাদ রায় চৌধুরী পিতৃস্মৃতি স্বরনে পিতার নামানুসারে ১২.৭৬ একর ভূ-সম্পত্তি এবং প্রয়োজনীয় সকল অবকাঠামো নিজ ব্যয়ে নির্মান পূর্বক পশ্চিম মানিকগঞ্জের এই শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯২২ সনের ১লা জানুয়ারি প্রতিষ্ঠিত করেন। ১৯৪২ সন পর্র্যন্ত বিদ্যালয়টি কলিকাতা বিশ্বদ্যিালয়ের অধিনে স্বীকৃতি প্রাপ্ত নিন্মমাধ্যমিক বিদ্যালয় হিসেবে পরিচালিত হয়। ১৯৪২ সনে বিদ্যালটি মাধ্যমিক পর্যায়ে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে পুনঃস্বীকৃতিপ্রাপ্ত হয়। ১৯৫৬ সনে বিদ্যালটি ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে বিজ্ঞান শাখা অধ্যায়নের অনুমতি প্রাপ্ত হয়। বিদ্যালয় প্রতিষ্ঠাকালিন প্রধান শিক্ষক হিসেবে কলিকাতা নিবাসী ডিসি চক্রবর্তী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।পরবর্তীকালে প্রথিত যশা শিক্ষাবিদদের অনেকেই অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে শিক্ষকতা করেন। যেমন মরহুম আব্দুল আজিজ (১৯৩২-১৯৪২ খ্রি:) স্বর্গীয় প্রতাপ চন্দ্র সরকার (১৯৪২-১৯৫৬ খ্রি:) স্বর্গীয় রাধানাথ ঘোষ (১৯৫৬ -১৯৬৫ খ্রি:)। প্রাতঃ স্মরনীয় উল্লেখিত ব্যক্তিবর্গের স্বকীয় মেধা, কর্মদক্ষতা ও অসাধারন ব্যক্তিত্ব দ্বারা প্রতিষ্ঠানটিকে একটি অনন্য দৃষ্ঠান্ত স্থাপনকারী বিদ্যালয় হিসেবে গড়িয়া তোলেন। উল্লেখ্য ১৯৪২ সনে এই বিদ্যালয় অঙ্গনে কিছু অংশ নিয়ে মানিকগঞ্জ জেলার প্রথম কলেজ (তৎকালীন মহুকুমা) ‘মানিকগঞ্জ কলেজ’-তেরশ্রী নামে একটি কলেজ প্রতিষ্ঠা করেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সিদ্ধেশ্বরী প্রসাদ রায় চৌধুরী। পরবর্তীকালে কালের বিবর্তনে উক্ত কলেজটি মহুকুমার সদরে স্থানান্তরিত হয়ে ‘‘দেবেন্দ্র কলেজ’’-মানিকগঞ্জ নামে প্রতিষ্ঠা পায়।
ক্রমিক নং | নাম | পদবী | মোবাইল নম্বর |
1 | আঃ কুদ্দুস | সভাপতি | 01714591298 |
2 | হারুন অর রশীদ জুয়েল | অভিভাবক প্রতিনিধি | 01718697757 |
3 | মোঃ রেজাউল মন্ডল | অভিভাবক প্রতিনিধি | 01726788329 |
4 | মোঃ আঃ ছালাম | অভিভাবক প্রতিনিধি | 01723200489 |
5 | মোঃ খোকন ঢালী | অভিভাবক প্রতিনিধি | 01720175331 |
6 | শিরিনা আক্তার | সংরক্ষিত মহিলা সদস্য | 01621250333 |
7 | জাহাঙ্গীর আলম | শিক্ষক প্রতিনিধি | 01715857939 |
8 | মোঃ সুলাইমান | শিক্ষক প্রতিনিধি | 01718145307 |
9 | সোমেশ্বর প্রসাদ রায় চৌধুরী | প্রতিষ্ঠাতা সদস্য | 01791641417 |
10 | মোঃ আজিম বাবু | কোআস্ট সদস্য | 01682028302 |
11 | সামছুন্নাহার | সদস্য সচিব | 01727639011 |
এস.এস.সি | সাল | পরিক্ষার্থীর সংখ্যা | কৃতকার্যের সংখ্যা | পাশের হার |
2010 | 150 | 90 | 60.00% | |
2011 | 187 | 127 | 67.91% | |
2012 | 200 | 151 | 75.50% | |
2013 | 167 | 124 | 74.25% | |
2014 | 119 | 99 | 83.19% |
জে.এস.সি | সাল | পরিক্ষার্থীর সংখ্যা | কৃতকার্যের সংখ্যা | পাশের হার |
2010 | 156 | 88 | 56.41% | |
2011 | 164 | 118 | 71.95% | |
2012 | 166 | 136 | 81.92% | |
2013 | 152 | 107 | 70.39% | |
2014 | 211 | 130 | 61.61% |
১। শিক্ষার মান উন্নয়ন
২। শিক্ষার্থীদের আচরনিক মান উন্নয়ন
৩। খেলা-ধুলায় আগ্রহী ও মান উন্নয়ন
৪। সাংস্কৃতিক ও জাতীয় অনুষ্ঠান পালন
৫। প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা
৬। প্রতিষ্ঠনটিকে ঘিওর উপজেলার মডেল হিসাবে গড়ে তোলা।
গ্রামঃ ছোট পয়লা, পোষ্টঃ তেরশ্রী, উপজেলাঃ ঘিওর, জেলাঃ মানিকগঞ্জ।
১। জনাব ডাঃ কছিম উদ্দিন (এম.এস.সি, এম.বি.বিএস) ঢাকা মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ পদে নিয়োজিত ছিলেন।
২। জনাব ডাঃ আঃ সালাম (এম.বি.বি.এস, ঢাকা) ঢাকা মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ
৩। ইঞ্জিনিয়ার জনাব আমেজ উদ্দিন, টি.এন.টি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান।
৪। ব্রিগেডিয়ার (অবঃ) জনাব আবুল হোসেন, সামরিক বাহিনীর গুরুত্বপূর্ন পদে নিয়োজিত ছিলেন। বর্তমানে একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান।
৫। প্রফেসর ডঃ আলতাফ হোসেন, প্রাক্তন অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, ফলিত রসায়ন বিভাগ।
৬। জনাব রুহুল আমীন, প্রাক্তন পিটিআিই ইনস্ট্রাক্টর, তদানীন্তন সমগ্র পাকিস্থানের প্রথম স্থান অধিকারী কৃতি অ্যাথলেটিক্স।
৭। এম. মাযহারুল ইসলাম (পি.এস.সি), এয়ার ভাইস মার্শাল, সহকারী বিমান বাহিনী প্রধান (মেইনটেনেন্স)
এছাড়া আরও অসংক্য কৃতী ছাত্র-ছাত্রী বিদ্যালয়ের ঐতিহ্যের কলেবর বৃদ্ধি করিয়াছেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস