বিদ্যালয়ের জমির পরিমন ৩৪ শতাংশ। জমি দাতা ০১। কলিম উদ্দন কাজী (১৪ শতাংশ)
০২। মোঃ ফাইজ উদ্দিন মোল্লা ( ২০ শতাংশ) বর্তমানে বিদ্যালয়ে ১টি পাকা ভবন আছে বিদ্যালয়ে মোট কক্ষ সংখ্যা ৪টি। ১টি অফিস কক্ষ ও ৩টি শ্রেনী কক্ষ। সমনে একটি খেলার মাঠ আছে। বিদ্যালয়ে ১ম শ্রেণী হতে ৫ম শ্রেণী পর্যন্ত মোট ছাত্র ছাত্রী ৯৭জন কর্মরত শিক্ষক সংখ্যা ০৩ জন।
এলাকার জনগনের উদ্যোগের1975 খ্রিঃ পূর্ব মৌহালী গ্রামের নামে পূর্ব মৌহালী সরকারী প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। 1978 খ্রিঃ বিদ্যালয়টি রেজিষ্ট্রেশন প্রাপ্ত হয়। 1991 কখ্রঃ বিদ্যালয়টি এম পিও ভূক্ত হয়। 2013 খ্রি” বিদ্যালয়টি জাতীয় করন করা হয় এবং শিক্ষকদের চাকুরী সরকারী করণ করা হয়।
ক্রমিক নং | নাম | পদবী |
1 | আবুল কাশেম ভূইয়া | সভাপতি |
2 | মমতাজ বেগম | সহঃ সভাপতি |
3 | নবীন কাজী | সদস্য |
4 | মুরাদ ভূইয়া | সদস্য |
5 | সুফিয়া বেগম | সদস্য |
6 | হায়দার ভুইয়া | সদস্য |
7 | মালা বেগম | সদস্য |
8 | মোঃ মহির উদ্দিন | সদস্য |
9 | মোঃ আবু তালেব | সদস্য |
10 | মোঃ ফারুক হোসেন | সদস্য |
11 | মোঃ আঃ আজিজ | সদস্য সচিব |
সন | অংশগ্রহনকারীর সংখ্যা | কৃতকার্যের সংখ্যা | পাশের হার |
2010 | 16 | 16 | 100% |
2011 | 23 | 23 | 100% |
2012 | 09 | 09 | 100% |
2013 | 12 | 12 | 100% |
2014 | 11 | 10 | 91% |
বিদ্যালয়ের সকল পরীক্ষার ফলাফল সন্তোষজনক।
ভবিষ্যত পরিকল্পনা সুসজ্জিত শ্রেনী কক্ষ, ছাত্র ছাত্রীদের জন্য আলাদা টয়লেট, উপস্থিতির হার বৃদ্ধি, সমাপনী পরীক্ষার পাশের হার 100% ধরে রাখ সহ জিপিএ 5প্রাপ্তির লক্ষ্যে যথাযথ পদক্ষেপ সমুহ অনুসরন করে শিক্ষার মান উন্নয়নে ভুমিকা রাখা। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নসয়নে উধ্র্বতন কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা কামনা।
ঘিওর উপজেলঅ শিক্ষা অফিস হতে আনুমানিক 10 কিঃ মিঃ দক্ষিন দিকে । সাইকেল ও সিএনজি অটো রিক্সায় যাতায়াত করা যায়।
ফাতেমা আক্তার
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস