বিদ্যালয়টি তিন কক্ষবিশিষ্ট একটি ভবন। বিদ্যালয়টিতে চারজন শিক্ষক কর্মরত। শিশু শ্রেণী হতে পঞ্চম শ্রেণী পর্যন্তমোট ১৯০ জন ছাত্র/ছাত্রী লেখা পড়া করে।
বিদ্যালয়টির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা মরহুম আফসার উদ্দিন আহাম্মেদ। ১৯৫০ সনে বাইলজুরী প্রাথমিক বালিকা বিদ্যালয় নামে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠাকালীন সময়ে ৩০/৪০ জন ছাত্রী ও ২জন শিক্ষক দ্বারা পরিচালিত হয়। সূত্রে জানা যায় বিদ্যালয়টি ১৯৭৩ সনে বিদ্যালয়টি জাতীয়করন করে বাইলজুরী সরকারী প্রাথমিক বিদ্যালয় নাম করন করা হয়। ১৯৯৯ সনে ৩৩ শতাংশ জমির উপর বিদ্যালয়টি বর্তমান অবস্থানে স্থানামত্মরিত হয়। বর্তমানে বিদ্যালয়টির ছাত্র/ছাত্রী সংখ্যা ১৯০ জন এবং শিক্ষক সংখ্যা ৪ জন।
শ্রেণী সংখ্যা শিশু শ্রেণী ১২ প্রথম শ্রেণী ৩৫ দ্বিতীয় শ্রেণী ২৭ তৃতীয় শ্রেণী ৪৩ চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণী ৩৮
সরকারী সর্বশেষ পরিপত্র অনুযায়ী ১০/০২/২০১০ ইং তারিখে ১২ সদস্য বিশিষ্ট বর্তমান পরিচালনা কমিটি গঠন করা হয়। |
২০০৭ - ১০০%
২০০৮ - ১০০%
২০০৯ - ৬৯.৭০%
২০১০ - ৫৫.৫৬%
২০১১ - ৯৬.২৯%
বিদ্যালয়টির যোগাযোগ ব্যবস্থা মোটামুটি সুগম। উপজেলা সদর হতে উত্তর দিকে ৭ কিলোমিটার দূরত্বে বাইজুরী সরকারী প্রাথমিক বিদ্যালয় অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস