প্রতিষ্ঠানটি ঘিওর উপজেলার অন্তর্গত সিংজুরী ইউনিয়নের চরমাইজখাড়া গ্রামে অবস্থিত।
বিগত ০১/০১/২০০৫ ইং সনে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোঃ
আব্দুর রাশেদ খান সাহেব ও চরমাইজখাড়া এবং আশে পাশের এলাকার গন্যমান্য মুরববীদের নিয়ে ক্রমবর্ধমান জনসংখ্যাকে বেকারত্বের অভিষাপ থেকে মুক্তির জন্য ‘‘কারিগরি শিক্ষা গ্রহণ করি’’ বেকারত্ব দুর করি এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। তাদের মধ্যে ছিলেন মরহুম শহিদ বিশ্বাস এ্যাডঃ মোঃ রফিকুল ইসলাম মোঃ আকতার হোসেন। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ২০০৬ সাল হতে এইচএস সি ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাক্রমের আওতায় ১। কম্পিউটার অপারেশন ২। সেক্রেটারিয়াল সায়েন্স নামে দুটি স্পেশালাইজেশন নিয়ে যাত্রা শুরু করে। পরবর্তীতে ২০০৯সালে প্রতিষ্ঠানটিতে আরো ২টি স্পেশালাইজেশন বৃদ্ধি করা হয়। ২০০৯ সালে প্রতিষ্ঠানটিতে এস.এস সি ভোকেশনাল কোর্স চালু করা হয় । ২০১০ সালে প্রতিষ্ঠানটির এইচ এস সি ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাক্রমের কম্পিউটার অপারেশন স্পেশালাইজেশনটি এম, পি ও ভূক্ত হয়ে অদ্যবধি সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট |
নবম | ৪১ | ১৯ | ৬০ |
দশম | ৪৫ | ১৫ | ৬০ |
একাদশ | ৯২ | ১৯ | ১১১ |
দ্বাদশ | ১০৫ | ১৫ | ১২০ |
১। জনাব মোঃ আব্দুর রাশেদ খান সভাপতি
২ । জনাব মোঃ ফরহাদ উদ্দিন শিক্ষানুরাগী সদস্য
৩ । জনাব মুঃ মতিউর রহমান বোর্ড প্রতিনিধি সদস্য
৪। জনাব মোঃ আক্তার হোসেন মন্ডল সংস্থা প্রধান কর্তক মনোনীত
৫। জনাব মোঃ জিল্লুর রহমান শিক্ষক প্রতিনিধি সদস্য
৬। জনাব আবু সাঈদ শিক্ষক প্রতিনিধি সদস্য
৭। জনাব মোঃ আব্দুর রঊফ অভিভাবক প্রতিনিধি সদস্য
৮। জনাব নূরুন্নাহার বেগম অভিভাবক প্রতিনিধি সদস্য
৯। জনাব সুলতানা তাহমিনা লায়লা সদস্য সচিব
শ্রেণী | পরীক্ষার সন | অংশগ্রহণকারী পরীক্ষার্থী | উত্তীর্ন পরীক্ষার্থী |
এস.এস.সি (ভোক) | ২০১১ ইং | ৫৬ জন | ২৯ জন |
এইচ.এস,সি (বিএম) | ২০১১ ইং | ৮৬ জন | ৭৮ জন |
’’ | ২০১০ ইং | ৫২ জন | ৪৯ জন |
’’ | ২০০৯ ইং | ৩৯ জন | ৩৮ জন |
’’ | ২০০৮ ইং | ৪২ জন | ৪২ জন |
২০১১ সালে এইচ,এস,সি (বিএম)পরীক্ষায় একটি ‘‘এ+’’ প্রাপ্তি।
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড হতে টেম্পু যোগে তরা পল্লী বিদ্যুৎ অফিসের মোড়ে নেমে রিক্রা্ করে পশ্চিম দিকে সোজা কলেজে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস