বিদ্যালয়ে জমির পরিমাণ ৩৩শতাংশ। জমি দাতা জনাব মোঃ বারেক মিয়া। বর্তমানে বিদ্যালয়ে ১টি পাকা ভবণ এবং ১টি আধাপাকা টিনসেড ঘর আছে। বিদ্যালয়ে কক্ষ সংখ্যা ৮। সামনে একটি খেলার মাঠ আছে। বিদ্যালয়টিতে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত। মোট ছাত্রছাত্রী সংখ্যা ১২৮জন। শিক্ষকের পদ সংখ্যা ৫। স্থায়ী শিক্ষক আছে ১জন। সংযুক্ত শিক্ষক সংখ্যা ২জন।
এলাকার জনগণের উদ্যোগে ১৯৩৪খ্রিষ্টাব্দে আশাপুর গ্রামের নামে আশাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার পরবর্তী ১৯৭৩খ্রিষ্টাব্দে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয় এবং শিক্ষকদের চাকুরী সরকারীকরণ করা হয়।
ক্রমিকনং | নাম | পদবী | ক্যাটাগরী | মন্তব্য |
১ | মোঃ ডালিম মিয়া | সভাপতি | অভিভাবক | |
২ | মোঃ লোকমান হোসেন | সহ:সভাপতি | বিদ্যুৎসাহী | |
৩ | মোঃ বারেক মিয়া | সদস্য | জমিদাতা | |
৪ | মোঃ বারেক মিয়া | সদস্য | অভিভাবক | |
৫ | মোঃ তাহেজ উদ্দিন | সদস্য | শিক্ষক প্রতিনিধি | উচ্চ বিদ্যা. |
৬ | মোঃ হাবিবুর রহমান | সদস্য | ওয়ার্ড মেম্বর | |
৭ | মোছাঃ শিমু আক্তার | সদস্য | অভিভাবক | |
৮ | মোছাঃ আখি বেগম | সদস্য | অভিভাবক | |
৯ | মোছাঃ রেনুয়ারা বেগম | সদস্য | অভিভাবক | |
১০ | মানিক সরকার | সদস্য | শিক্ষক প্রতিনিধি | |
১১ | শামসুন নাহার | সদস্য সচিব | ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক |
সন | অংশগ্রহনকারীসংখ্যা | কৃতকার্যের সংখ্যা | পাশের হার |
২০১০ | ৩৫ | ৩৪ | ৯৭% |
২০১১ | ২৫ | ২৫ | ১০০% |
২০১২ | ৩০ | ৩০ | ১০০% |
২০১৩ | ১৬ | ১৬ | ১০০% |
২০১৪ | ২৪ | ২৪ | ১০০% |
বিদ্যালয়ে সকল পরীক্ষার ফলাফল সন্তোষজনক। প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষার পাশের হার ১০০% অর্জিত হয়েছে।
ছাত্র-ছাত্রীদের শতভাগ উপস্থিত নিশ্চিতকরণ, শিক্ষার গুণগতমান বৃদ্ধি,সমাপনী পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষায় ১০০% পাশের হার নিশ্চিতকরণ। শিক্ষার মান উন্নয়নের জন্য বিদ্যালয়টি এক শিফটে পরিচালনা করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস