বিদ্যালয়টিতে ২টি ভবন অবস্থিত। এর একটি আধাপাকা ভবন এবং অপরটি দ্বিতলা পাকা ভবন। এর নিচতলা এ.ডি.বি. কর্তৃক এবং দোতলা ডি.ই.ডি.পি এর আওতায় নির্মিত। বিদ্যালয়টিতে ৭জন শিক্ষক শিক্ষিকা কর্মরত আছেন এর মধ্যে ২জন পুরুষশিক্ষক এবং ৫ জন শিক্ষিকা। শিশু শ্রেণী হতে পঞ্চম শ্রেণী পর্যমত্ম মোট ২৭৭ জন ছাত্র ছাত্রী লেখা পড়া করছে। |
১৯৭০ সালে কোশুন্ডা গ্রামের মোঃ অনিছ উদ্দিন মিয়া, মোঃ আব্দুর রহিম খান, মোঃ আজিম উদ্দিন, মোলস্না, এবং বালিয়াখোড়া গ্রামে মোঃ তোমসের আলী খান এই চার জন মিলে ৩৩ শতাংশ জমি ক্রয় করে বিদ্যালয়ের নামে দান করেন। জমিদাতা এই চার জনই বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক হিসেব ৫০ থেকে ৬০ জন ছাত্র/ছাত্রী নিয়ে ২ কক্ষবিশিষ্ট একটি টিনের ঘরে বিদ্যারয়ের যাতা শুরম্ন করে। ১৯৭৩ সালে বিদ্যালয়টি জাতীয়করন হয়। বর্তমানে দোতলা বিল্ডিং এর ৫টি কক্ষেপরিচালনা করছেন।
শ্রেণী | সংখ্যা |
শিশু শ্রেণী | ৩৩ |
প্রথম শ্রেণী | ৫৩ |
দ্বিতীয় শ্রেণী | ৪৫ |
তৃতীয় শ্রেণী | ৫৮ |
চতুর্থ শ্রেণী | ৪৩ |
পঞ্চম শ্রেণী | ৪৫ |
মোট = | ২৭৭ |
মোঃ শামসুদ্দীন খান সভাপতি মোঃ আঃ রহিম খান সহ সভাপতি মোঃ আঃ রউফ মিয়া সদস মোঃ আওলাদ হোসেন সদস্য মোঃ আনোয়ার হোসেন সদস্য মোঃ বিল্টু মিয়া সদস্য মীর্জা শাহানাজ সদস্য নাজমুন নাহার সদস্য আলেয়া আক্তার সদস্য মোঃ রতন মিয়া সদস্য মুক্তা দেবী সদস্য এ.এম.এম আইয়ূব সিদ্দিকী সদস্য সচিব |
সাল পাশের হার% ২০০৭ - ৯৫.২৩% ২০০৮ - ৯৬.১৫% ২০০৯ - ১০০% ২০১০ - ১০০% ২০১১ - ১০০% |
২০০৭ সালে সাধারন গ্রেড ১ জন ২০০৮ সালে সাধারন গ্রেড ১ জন
|
বিদ্যালয়টির যোগাযোগ ব্যবস্থা সুগম। উপজেলা সদর হতে ৪ কি.মি উত্তরে বৈলট বাজার। ওখান থেকে ১/২ কি.মি পূর্বে অবস্থিত পশ্চিম কোশুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস