১৯৯৬ সনের ১লা জানুয়ারী মাসে ৩৩ শতাংশের জমির উপরে স্থাপিত হয়। বিদ্যালয়টি সরকারী বিধি মোতাবেক চারচালা টিনের য়র ও বেড়া দ্বারা তৈরী করা হয়। বর্তমানে বিদ্যালয়টি সরকারী অুদান দ্বারা ডাক তলা টিনের ঘর ও বেড়া দ্বারা ভবন তৈহরি হয়। বিদ্যালয়টি প্রথম অনুমতি প্রাপ্ত হয় 2002 সালে । 2005 সালে অস্থায়ী জিঃ প্রাপ্ত হয়। েএবং 2008 মালে ম্ধায়ী রেজিঃ প্রাপ্ত হয়। 01/01/2012 ইং সালে এম পি ও ভূক্ত হয়। 01/01/2013 সালে বিদ্যালয়টি জাতীয় করন হয়।
ক্রমিক নং | নাম | পদবী |
1 | মোঃ সামসুল আলম খান | সভাপতি |
2 | মোঃ নজরুল ইসলাম | সহঃ সভাপতি |
3 | কোহিনুর বেগম | দাতা সদস্য |
4 | আব্দুর রাজ্জাক মিয়া | সদস্য |
5 | মোঃ মোশারফ হোসেন মুসা | মাধ্যমিক শিক্ষক সদস্য |
6 | জলি বেগম | সদস্য |
7 | রাবেয়া বেগম | সদস্য |
8 | মোঃ জাহাঙ্গীর বিশ্বাস | সদস্য |
9 | মোঃ জসিম মিয়া | ইউপি সদস্য |
10 | শিরিন সুলতানা | শিক্ষক প্রতিনিধি |
11 | রওনক জাহান | সদস্য সচিব |
সন | অংশগ্রহনকারীর সংখ্যা | কৃতকার্যের সংখ্যা | পাশের হার |
2010 | 11 | 01 | 8% |
2011 | 21 | 19 | 90.47% |
2012 | 21 | 21 | 100% |
2013 | 21 | 11 | 52.38% |
2014 | 18 | 15 | 83.33% |
ভবিষ্যত পরিকল্পনা সুসজ্জিত শ্রেনী কক্ষ, ছাত্র ছাত্রীদের জন্য আলাদা টয়লেট, উপস্থিতির হার বৃদ্ধি, সমাপনী পরীক্ষার পাশের হার 100% ধরে রাখ সহ জিপিএ 5প্রাপ্তির লক্ষ্যে যথাযথ পদক্ষেপ সমুহ অনুসরন করে শিক্ষার মান উন্নয়নে ভুমিকা রাখা। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নসয়নে উধ্র্বতন কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা কামনা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস