বড়বিলা রেজিঃ বেসরকারী প্রাথমিক বিদ্যালয়টি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলাধীন ১নং পয়লা ইউনিয়নের বড়বিলা গ্রামে অবস্থিত। ১৯৮৬ সালে এলাকার জনগণ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন। |
বড়বিলা রেজিঃ বেসরকারী প্রাথমিক বিদ্যালয়টি ১৯৮৬ সালের ১লা জানুয়ারী স্থানীয় জনগনের সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়। তৎকালীন ইউনিয়ন (পয়লা) পরিষদের চেয়ারম্যান বাবু শচীন্দ্রনাথ মিত্র মহাশয়ের অনুপ্রেরনায় বড়বিলা গ্রাম বাসীর মাধ্যমে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। অত্র গ্রামের গন্যমান্য ব্যক্তি কাজী আহাম্মদ আলী সাহেব, কাজী হাশেম আলী হাহেব ও কাজী আব্দুর রাজ্জাক সাহেব বিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য ৩৩.০০ শতাংশ জমি দান করেন। জনগনের সহযোগিতায় একটি চৌচালা টিনের ঘরে চারজন শিÿক দ্বারা বিদ্যালয়টি যাত্রা শুরম্ন করে। |
শ্রেণী | সংখ্যা |
শিশু শ্রেণী | ৩৪ |
১ম শ্রেণী | ২৫ |
২য় শ্রেণী | ২২ |
৩য় শ্রেণী | ১৭ |
৪র্থ শ্রেণী | ১৬ |
৫ম শ্রেণী | ২৭ |
মোট | ১৪১ |
আহাম্মদ আলী কাজী সভাপতি মোঃ আব্দুস ছামাদ সহ সভাপতি মোঃ আব্দুল বাতেন সদস্য নাছিমা বেগম সদস্য মোঃ কলিমুদ্দিন সদস্য রঞ্জু বেগম সদস্য মোঃ ওমেদ আলী সদস্য শুক্লা গৌস্বামী সদস্য নুরজাহান বেগম সদস্য ফাতেমা বেগম সদস্য সাহিদা বেগম সদস্য মোঃ আব্দুস ছালাম সদস্য সচিব |
সাল পাশের হার %
২০০৭ ৮৫%
২০০৮ ৯০%
২০০৯ ৩৩%
২০১০ ১২.৫%
২০১১ ১০০%
বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ায় প্রত্যমত্ম এলাকার জনসাধারন তাদের শিশুদের লেখাপড়া করানোর বিরাট একটি সুযোগ পেয়েছে। বিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর অত্র এলাকার শিশুরা এখান থেকে শিÿা লাভ করে বিভিন্ন পর্যায়ের কর্ম সংস্থান এর সুযোগ পেয়েছে। এলাকার জনগনও বিভিন্ন ভাবে সচেতন হয়ে তাদের সামজিক পরিবেশের আমুল পরিবর্তন করতে পেয়েছে। এ অর্জন অত্র এলকার জনগনের। |
ঘিওর উপজেলা হতে একটি পাকা সড়ক বিদ্যালয়ের নিকট দিয়ে দৌলতপুর চলে গিয়েছে। পাকা সড়ক থেকে ১/২ কিলোমিটার ইট সলিং রাসত্মা বিদ্যালয় পর্যমত্ম রয়েছে। ঘিওর শিÿা অফিস থেকে বিদ্যায়ের দুরত্ব আনুমানিক ৮ কিঃ মিঃ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস