দুই দাগে ৩৩ শতাংশ ভূমির উপর ৬৫র্ ´২২র্ একটি এক তলা ভবন। যাহার সামনে একটি ছোট মাঠ রয়েছে। মাঠের মাঝ খানে একটি তালগাছ দাড়িয়ে আছে। স্কুলের পূর্ব পাশে একটি খাল। উত্তর ও দক্ষক্ষনে বসত বাড়ি পশ্চিম পাশে কয়েকটি কলজ ও বনজ বৃক্ষ আছে। এক পার্শে দু’টি পায়খানা, যার একটি শিক্ষক অন্যটি ছাত্র/ছাত্রী ব্যবহারকরে। বিদ্যালয়ের প্রামত্ম সিমানার নতুন বৃক্ষ রোপন করা হয়েছে।
১৯৯২ সালে জয় শঙ্কর সরকার নিজ ভূমিতে নিজ উদ্যোগে একটি টিনের ঘরে স্কুল প্রতিষ্ঠিত করেন। এবং তিনি নিজেই শিক্ষকতা শুরুকরেন। পরবর্তীতে আরও তিনজন শিক্ষক নিয়োগ করেন। পালা ক্রমে মডেল ফ্রি প্রাইমারি এবং ১৯৭৩ সালে জাতীয় করা হয়।
শ্রেণী | সংখ্যা |
প্রথম শ্রেণী | ২৪ |
দ্বিতীয় শ্রেণী | ২০ |
তৃতীয় শ্রেণী | ২২ |
চতুর্থ শ্রেণী | ২৩ |
পঞ্চম শ্রেণী | ২৪ |
সর্ব মোট | ১১৩ |
মলিনা বেগম | সভাপতি |
মোঃ সামছুল হক | সহ- সভাপতি |
মোঃ মজিদ মোলস্না | সদস্য |
মোঃ রতন মিয়া | সদস্য |
মোঃ আবুল কালাম আজাদ | সদস্য |
রোকেয়া বেগম | সদস্য |
মোঃ আজগর আলী | সদস্য |
ছালেহা বেগম | সদস্য |
হাজেরা বেগম | সদস্য |
মোঃ গিয়াস উদ্দিন | সদস্য |
মোঃ জামাল উদ্দিন | সদস্য সচিব |
সাল পাশের হার% ২০০৭ - ১০০% ২০০৮ - ১০০% ২০০৯ - ৮৯% ২০১০ - ১০০% ২০১১ - ১০০% |
২০১১ সালে ১জন
প্রাক্তন ছাত্র/ছাত্রী বিভিন্ন সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে গুরম্নত্ব পূর্ণ দায়িত্ব পালন করে এলাকা তথ্য বিদ্যারয়ের সুনাম অর্জন করেছেন।
উপজেলা থেকে বিদ্যালয়ের ভাল কোন যোগাযোগ ব্যবস্থা নাই।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস