সাহেব আলী খান মহিলা দাখিল মাদ্রাসাটি ২০০৪ ইং সালে মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলা সদরে ১.৩০ একর জমির উপর প্রতিষ্ঠিত হয়। নারী শিক্ষার উন্নয়নে পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠানে ৮টি শ্রেনী কক্ষে, ৩টি অফিস কক্ষে, ১টি মসজিদ , ১টি ছাত্রী নিবাস ও ৫টি টয়লেট আছে। মেয়েদের জন্য খেলার মাঠ আছে। প্রাকৃতিক সুন্দর মনোরম পরিবেশে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।
লন্ডন প্রবাসী কুসত্মা গ্রাম নিবাসী ডা: আব্দুর রহিম খান সাহেবের আর্থিক সহযোগীতায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের চেষ্টায় নারী শিক্ষর উন্নয়নের লক্ষে ২০০৪ সালে ডা; আব্দুর রহিম খান তাঁর পিতার নামে সাহেব আলী খান মহিলা মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাতার আর্থিক সহযোগীতায় মাদ্রাসাটি সুষ্ঠু ও সুন্দর ভাবে ছাত্রীদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।
শ্রেণী | সংখ্যা | শ্রেণী | সংখ্যা | শ্রেণী | সংখ্যা | শ্রেণী | সংখ্যা | শ্রেণী | সংখ্যা |
১ম | ২৫ | ২য় | ৩৬ | ৩য় | ২৬ | ৪র্থ | ৪৩ | ৫ম | ৩৬ |
৬ষ্ঠ | ৫৮ | ৭ম | ৫৭ | ৮ম | ৩৪ | ৯ম | ৪০ |
|
|
০১ | আফসার আলী খান | সভাপতি |
|
০২ | হামিদুর রহমান (আলাই) | দাতা সদস্য |
|
০৩ | এ কে এম সারোয়ার খান কিরন |
| |
০৪ | মজনু মিয়া | ডি সি কর্তৃক মনোনীত সদস্য | |
০৫ | মুহা:রফিকুল ইসলাম | সদস্য সচিব |
সাহেব আলী খান মহিলা মাদ্রাসাটি বানিয়জুরী টু ঘিওর সড়কে উপজেলার পূর্ব পাশ্বে। মোবাইল নং ০১১৯০৭৫৩৬২৪
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস