বিদ্যালয়ের জমির পরিমান ৫১শাতাংশ। জমিদাতা অরমান আলী খান। বর্তমানে বিদ্যালয়ে ৩টি পকা ভবন ও ২টি টিন সেড ঘর আছে। বিদ্যালয়ের ক্ষক সংখ্যা ১০টি। ৫ম শ্রেণি পর্যন্ত মোট ছাত্রছত্রীর সংখ্যা ৪৯৩। কর্মরত শিক্ষক সংখ্যা১১জন। ১জন শিক্ষক ডেপুটেশনে আছেন। দপ্তরী কাম নৈশ প্রহরী পদে একজন কর্মরত আছে।
এলাকার জনগণের উদ্যোগে 1926 খ্রিষ্ট্রাব্দে কুস্তা গ্রামের নাম আনুসারে কুস্তা সঃ প্রঃ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা পরবর্তি 1973 খ্রিষ্টাব্দে জাতয়করণ করা হয় এবং শিক্ষকদের চকুরী সরকরি করণ করা হয়।
ক্রমিক নং | নাম | পদবী |
1 | ইকরামুল ইসলাম খবির | সভাপতি |
2 | আঃ আওয়াল | সহঃ সভাপতি |
3 | মৌঃ আঃ মতিন মুসা | দাতা সদস্য |
4 | নাহিদা আক্তার | সদস্য |
5 | আতোয়ার রহমান দর্জি | মাধ্যমিক শিক্ষক সদস্য |
6 | দেলোয়ারা বেগম | সদস্য |
7 | সিরাজুল ইসলাম | সদস্য |
8 | নারগিছ আক্তার | সদস্য |
9 | মোশারফ হোসেন | ইউপি সদস্য |
10 | পিপুলী আক্তার | শিক্ষক প্রতিনিধি |
11 | সুব্রত কুমার সরকার | সদস্য সচিব |
সন | অংশগ্রহনকারীর সংখ্যা | কৃতকার্যের সংখ্যা | পাশের হার |
2010 | 57 | 46 | 81% |
2011 | 67 | 67 | 100% |
2012 | 69 | 67 | 97% |
2013 | 72 | 70 | 97% |
2014 | 96 | 96 | 100% |
2010 সাধারণ বৃত্তি 2 জন।
2013 ট্যালেন্টপুল বৃত্তি 1 জন সাধারণ 1জন।
বিদ্যালয়ের সকল পরীক্ষার ফলাফল সনেআষজনক। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পাশের হার 100% অর্জিত হয়েছে।
ভবিষ্যত পরিকল্পনা সুসজ্জিত শ্রেনী কক্ষ, ছাত্র ছাত্রীদের জন্য আলাদা টয়লেট, উপস্থিতির হার বৃদ্ধি, সমাপনী পরীক্ষার পাশের হার 100% ধরে রাখ সহ জিপিএ 5প্রাপ্তির লক্ষ্যে যথাযথ পদক্ষেপ সমুহ অনুসরন করে শিক্ষার মান উন্নয়নে ভুমিকা রাখা। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নসয়নে উধ্র্বতন কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা কামনা।
ঘিওর উপজেলা শিক্ষা অফিস হতে আনুমানিক দেড় কিঃ মিঃ পশ্চিম দিকে সি এন জি অটোকরিক্সাযোগে বিদ্যাল েয় যাতায়াত কা যায়।
মোঃ মুন্না মিয়া
নাদিয়া ইসলা লিখন
সাবিনা ইয়াসমিন মীম
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস