Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বানিয়াজুরী ইউনিয়ন স্কুল এন্ড কলেজ

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

 

সংক্ষিত বর্ণনাঃপ্রতিষ্ঠানটি মানিকগঞ্জ জেলাধীন ঘিওর উপজেলার অমত্মর্গত ঢাকা আরিচা মহাসড়কের উত্তরপার্শ্বে রাথুরা মৌজায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এলাকার সুধী সমাজ ও তৎকালীন জমিদারদের ঐকামিত্মক প্রচেষ্টায় আনুমানিক ১৯২৯/৩০ ইং সনের দিকে ‘‘ রাথুরা বান্ধব একাডেমী’’ নামে এর যাত্রা শুরম্ন হয়। অতঃপর এলাকার গন্যমান্য কিছু ব্যক্তিবর্গের সহযোগিতায় অল্পকিছুদিনের মধ্যেই বিদ্যালয়টি আরও উন্নতির দিকে অগ্রসর হতে থাকে এবং এর নামকরণ করা হয় ‘‘ বানিয়াজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়’’। ১৯৪৫ ইং সনের আবেদনের প্রেÿÿতে তৎকালীন কোলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ০১/০১/১৯৪৬ ইং সনে সর্বপ্রথম স্বীকৃতি প্রদান করে এবং ১৯৪৭ ইং সন থেকে ম্যাট্রিকুলেশন পরীÿায় অংশগ্রহণের সুযোগ পায়। এরই ধারাবাহিকতায় প্রতি বছর এখান থেকে শিÿার্থীরা পাবলিক পরীক্ষয় অংশগ্রহণ করে আসছে। সম্প্রতি (২০১০ ইং সন থেকে) বিদ্যালয়টিকে উচ্চ মাধ্যমিক সত্মরে উন্নীত করা হয় এবং এর নাম করণ করা হয় ‘‘ বানিয়াজুরী ইউনিয়ন স্কুল এন্ড কলেজ’’।