সংক্ষিত বর্ণনাঃপ্রতিষ্ঠানটি মানিকগঞ্জ জেলাধীন ঘিওর উপজেলার অমত্মর্গত ঢাকা আরিচা মহাসড়কের উত্তরপার্শ্বে রাথুরা মৌজায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এলাকার সুধী সমাজ ও তৎকালীন জমিদারদের ঐকামিত্মক প্রচেষ্টায় আনুমানিক ১৯২৯/৩০ ইং সনের দিকে ‘‘ রাথুরা বান্ধব একাডেমী’’ নামে এর যাত্রা শুরম্ন হয়। অতঃপর এলাকার গন্যমান্য কিছু ব্যক্তিবর্গের সহযোগিতায় অল্পকিছুদিনের মধ্যেই বিদ্যালয়টি আরও উন্নতির দিকে অগ্রসর হতে থাকে এবং এর নামকরণ করা হয় ‘‘ বানিয়াজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়’’। ১৯৪৫ ইং সনের আবেদনের প্রেÿÿতে তৎকালীন কোলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ০১/০১/১৯৪৬ ইং সনে সর্বপ্রথম স্বীকৃতি প্রদান করে এবং ১৯৪৭ ইং সন থেকে ম্যাট্রিকুলেশন পরীÿায় অংশগ্রহণের সুযোগ পায়। এরই ধারাবাহিকতায় প্রতি বছর এখান থেকে শিÿার্থীরা পাবলিক পরীক্ষয় অংশগ্রহণ করে আসছে। সম্প্রতি (২০১০ ইং সন থেকে) বিদ্যালয়টিকে উচ্চ মাধ্যমিক সত্মরে উন্নীত করা হয় এবং এর নাম করণ করা হয় ‘‘ বানিয়াজুরী ইউনিয়ন স্কুল এন্ড কলেজ’’।
ইতিহাসঃ
পরিচিতিঃপ্রতিষ্ঠানটি সর্বমোট ৭.৭৪ একর জমির উপর প্রতিষ্ঠিত। এরমধ্যে স্কুলভবন হচ্ছে ২১০ শতাংশ, খেলার মাঠ ১৬৩ শতাংশ, পুকুর ২৫ শতাংশ, বাগান ৩৩ শতাংশ এবং আবাদযোগ্য জমি রয়েছে ৩৪৩ শতাংশ। চতুর্দিকে প্রাচীর দিয়ে ঘেরা স্কুল ভবনটির ৬টি পাকা দালান, ২টি টিনশেড দালান এবং ১টি টিনের ছাপড়া রয়েছে। মূল ফটকের পশ্চিম পার্শ্বে ২টি টিনশেড দালান নিয়ে দাড়িয়ে আছে কলেজ ক্যাম্পাস।
স্কুল এবং কলেজ শাখা মিলে (১৩+৬) মোট ১৯ টি শ্রেণীকক্ষ, ১টি অধ্যক্ষের কক্ষ, ১টি সহঃ প্রধান শিÿকের কক্ষ, ১টি শিক্ষক মিলনায়তন, ২টি অফিস কক্ষ, ১টি কম্পিউটার ল্যাব, ১টি বিজ্ঞানাগার ১টি গ্রন্থাগার ও ১টি মেয়েদের কমনরম্নম রয়েছে।
হয় ‘‘ বানিয়াজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়’’। ১৯৪৫ ইং সনের আবেদনের প্রেক্ষিতে তৎকালীন কোলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ০১/০১/১৯৪৬ ইং সনে সর্বপ্রথম স্বীকৃতি প্রদান করে এবং ১৯৪৭ ইং সন থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়। এরই ধারাবাহিকতায় প্রতি বছর এখান থেকে শিক্ষার্থীরা পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করে আসছে। সম্প্রতি (২০১০ ইং সন থেকে) বিদ্যালয়টিকে উচ্চ মাধ্যমিক সত্মরে উন্নীত করা হয় এবং এর নাম করণ করা হয় ‘‘ বানিয়াজুরী ইউনিয়ন স্কুল এন্ড কলেজ’’।
বর্তমান পরিচালনা কমিটির তথ্যঃ
কমিটির মেয়াদকাল ১৮/০৬/২০১৪ থেকে ১৭/০৬/২০১৬ ইং পর্যমত্ম।
ক্রমিক নং | নাম | পদবী | মোবাইল নম্বর |
০১ | জনাব নীনা রহমান | সভাপতি | ০১৮১৯০১৬৯৮১ |
০২ | জনাব জি এ নাছের আনছারী | দাতা সদস্য | ০১৭১৬৬৪৮২৪৯ |
০৩ | জনাব বাদল চন্দ্র বিশ্বাস | অভিভাবক সদস্য(কলেজ) | ০১৭৩৫০৯০৭২৩ |
০৪ | জনাব শামসুল হক | ঐ | ০১৯২০৩৫২৮৬০ |
০৫ | জনাব গোলাম জিলানী | অভিভাবক সদস্য(স্কুল) | ০১৬৭০৮৫৩৫৬৮ |
০৬ | জনাব মোঃ আজাহার আলী | ঐ | ০১৭২১৭৩৮২৮২ |
০৭ | জনাব খন্দকার মোফাজ্জল আলী | কো-অপ্ট সদস্য | ০১৭১২০৪৬৯৮১ |
০৮ | জনাব মাহমুদা সুলতানা | সংরÿÿত শিÿক প্রতিনিধি | ০১৯২৪৭৬০১৭৫ |
০৯ | জনাব মোঃ নাজিম উদ্দিন | শিÿক প্রতিনিধি (স্কুল) | ০১৭১৭৯২২২৭৫ |
১০ | অধ্যÿ(ভারপ্রাপ্ত) অত্র প্রতিষ্ঠান | সদস্য সচিব | ০১৭২৪২৮৫১৭৮ |
০৯। বিগত ৫ বছরের সমাপনি/পাবলিক পরীক্ষার ফলাফলঃ
পরীক্ষার নাম | সাল | মোট | পাশ | পাশের হার | পরীক্ষার নাম | সাল | মোট | পাশ | পাশের হার |
জেএসসি | ২০১০ | ১৬৮ | ৯৪ | ৫৫.৯৫ |
এসএসসি | ২০১০ | ১২৬ | ৯১ | ৭২.২২ |
২০১১ | ২৩৪ | ১৪০ | ৫৯.৮২ | ২০১১ | ১৬০ | ১৩৩ | ৮৩.১২ | ||
২০১২ | ২৩০ | ১৬৬ | ৭২.১৭ | ২০১২ | ১৬৪ | ১৩৪ | ৮১.৭০ | ||
২০১৩ | ২০৪ | ১২০ | ৫৮.৮২ | ২০১৩ | ১১২ | ৮৫ | ৭৫.৮৯ | ||
২০১৪ | ২৭৭ | ১৭৫ | ৬৩.১৮ | ২০১৪ | ১৫৬ | ১২৫ | ৮০.১২ |
* প্রফেসর মাহফুজা খানম বৃত্তিপ্রাপ্তি।
* ২০১৩ ইং সনে জেএসসি পরীক্ষায় ১জন ট্যালেন্টপুলে ও ১জন সাধারণ গ্রেডে বৃত্তি।
প্রতিষ্ঠানের অর্জনঃ শিক্ষার্থী কর্তৃক
* প্রফেসর মাহফুজা খানম বৃত্তিপ্রাপ্তি।
* ২০১৩ ইং সনে জেএসসি পরীক্ষায় ১জন ট্যালেন্টপুলে ও ১জন সাধারণ গ্রেডে বৃত্তি।
* ২০১৪ ইং সনে আমত্মঃস্কুল প্রতিযোগিতায় থানা পর্যায়ে ১জন শিক্ষার্থী মুক্ত এবং চিৎ সাঁতারে
প্রথম স্থান প্রজাপতি সাঁতারে ২য় স্থান অধিকার।
ভবিষ্যত পরিকল্পনাঃ
* শ্রেণি শাখা বাড়ানো।
* শিক্ষর মান উন্নয়ন।
* শিক্ষার্থীদের আচরণিক মান উন্নয়ন।
* খেলা-ধুলায় আগ্রহী করা ও মান উন্নয়ন।
* সাংস্কৃতিক ও জাতীয় অনুষ্ঠানা পালন।
* প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা।
* প্রতিষ্ঠানটিকে একটি মডেল হিসাবে গড়ে তোলা।
যোগাযোগের ঠিকানাঃ গ্রাম- রাথুরা, ডাক-বানিয়াজুরী , উপজেলা-ঘিওর, জেলা-মানিকগঞ্জ।
e-mail : baniajuri4079@gmail.com
অধ্যক্ষের (ভারপ্রাপ্ত) মোবাইলঃ ০১৭২৪২৮৫১৭৮।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস