৩২ নং গাংডুবী সরকারী প্রাথমিক বিদ্যালয়টি মানিকগঞ্জ জেলার ঘিওর থানার নালী ইউনিয়নের গাংডুবী গ্রামে অবস্থিত। এই বিদ্যালয়টি ১৯৩৮ সালে স্থাপিত হয়। ১৯৭৩ সালে জাতীয়করণ হয়। বিদ্যালয়ের মূলে ভবনের দক্ষিণ দিক দিয়ে একটি নদী বয়ে গেছে আর উত্তর পাশ দিয়ে রাসত্মা। পূর্ব প্রামেত্ম খেলার মাঠ ও পশ্চিম পাশে খোলা। বিদ্যালয়ের সামনে একটি বটগাছ আছেঅ বিদ্যালয়টির ভৌগলিক অবস্থান খুবই সুন্দর |
৩২ নং গাংডুবী সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন বাবু কেদার নাথ সরকার তাকে সহযোগিতা করেন বাবু ফটিকা চন্দ্র রায় ও বাবু কেশব চন্দ্র সরকার। বিদ্যালয়ের মূল ভবনটি গাংডুবী মৌজার ১নং দাগে অবস্থিত। বিদ্যালয়ের জায়গার পরিমান ১৪৬ শতাংশ। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথমে সরকারের অনুমোদন হিসাবে আধা সরকারীভাবে বহুদিন চলে পরে দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের আধা সরকারী সকল প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন। |
শ্রেণী | বালক | বালিকা | মোট |
শিশু শ্রেণী | ৮ | ৭ | ১৫ |
প্রথম শ্রেণী | ১৫ | ৮ | ২৩ |
দ্বিতীয় শ্রেণী | ৯ | ৫ | ১৪ |
তৃতীয় শ্রেণী | ৯ | ২ | ১১ |
চতুর্থ শ্রেণী | ৭ | ১৩ | ২০ |
পঞ্চম শ্রেণী | ৮ | ৬ | ১১ |
মোট = | ৫৬ | ৪১ | ৯৪ |
জনাব সুনীল কুমার সরকার জনাব ক্ষিতীশ চন্দ্র সরকার মোঃ নাজিম উদ্দিন সাইফুন্নার জনাব আঃ রশিদ খান জনাব মোঃ মোশারফ মোলস্না জনাব রেখা রাণী সরকার জনাব দিপালী রাণী সরকার জনাব আঃ রউফ জনাব রেহেনা বেগম গোপাল চন্দ্র রায় মুহাঃ শামছুল মোল্লা | সভাপতি সহ সভাপতি শিক্ষক প্রতিনিধি (উচ্চ বিদ্যালয়) সদস্য সদস্য সদস্য সদস্য সদস্য সদস্য সদস্য সদস্য সদস্য সচিব |
সাল ২০০৭ ২০০৮ ২০০৯ ২০১০ ২০১১ | অংশগ্রহণ ১২ ১৪ ১৪ ১২ ৭ | পাশের সংখ্যা ১২ ১৪ ১২ ৭ ৫ | পাশের হার ১০০% ১০০% ৮৫% ৫৮% ১০০% |
শিক্ষার গুনগত মান অগ্রগতি হয়েছে।
উপজেলা শিক্ষাঅফিস হতে ৫ কি.মি পাকা সড়ক এর পর বাকী অংশ কাচা সড়ক
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস