শেখ এম, এ রউফ রেজ্জাক সাহেব ও তার দুধ মা ছালেমন নেছা খাতুন বিদ্যালয় স্থাপনের জন্য এক বিঘা জমি দান করেন। এখানে নিজ ব্যায়ে একটি স্কুল গৃহ নির্মান করেন। চারজন শিক্ষক বিনা বেতনে শিক্ষা কার্যক্রম শুরু করেন। দুই বার স্কুলটি ঝড়ে ভেঙ্গে যায় নিজ ব্রায়ে বার বার নির্মান করেন। 1963 খ্রিঃ বাংলাদেশ সরকার 1তলা পাকা ভবন নির্মান করে দেন। সাথে চালেমন নেছা লাইব্রেরি প্রতিষ্ঠা করা হয়। উপজেলায় এই বিদ্যালয়টি শ্রেষ্ঠ হিসেবে গন্য হয়। বিগত দিনের স্কুল ফলাফল সন্তোষ জনক।
ক্রমিক নং | নাম | পদবী |
1 | মোঃ আমজাদ হোসেন | সভাপতি |
2 | মোঃ বাতেন মিয়া | সহঃ সভাপতি |
3 | শেখ বুলবুল রানা | দাতা সদস্য |
4 | মোঃ রেজাউল করিম | সদস্য |
5 | মোঃ রোজিনা বেগম | সদস্য |
6 | মালতী সাহা | সদস্য |
7 | আলেয়া বেগম | সদস্য |
8 | শেখ আঃ হাকিম | সদস্য |
9 | মোঃ মোশারফ হোসেন | সদস্য |
10 | ইতি আক্তার | সদস্য |
11 | ফরিদা ইয়াসমিন | সদস্য সচিব |
পাশের হার 2012
শ্রেণী | মোট শিক্ষার্থী | উত্তীর্ণ | পাশের হার |
১ম | ২৯ | ২৯ | ১০০% |
২য় | ৩০ | ৩০ | ১০০% |
৩য় | ৩০ | ৩০ | ১০০% |
৪র্থ | ৩৪ | ৩৩ | ৯৭.০৬ |
৫ম | ৩৯ | ২৫ | ৬৪.১০ |
৬ষ্ঠ | ২০ | ২০ | ১০০% |
পাশের হার 2013
শ্রেণী | মোট শিক্ষার্থী | উত্তীর্ণ | পাশের হার |
১ম | ৩৩ | ৩৩ | ১০০% |
২য় | ৪৯ | ৪৯ | ১০০% |
৩য় | ৩৪ | ৩৪ | ১০০% |
৪র্থ | ৩০ | ২৪ | ৮০% |
৫ম | ৩৩ | ২৬ | ৭৫.৭৬ |
৬ষ্ঠ | ২২ | ২২ | ১০০% |
পাশের হার 2014
শ্রেণী | মোট শিক্ষার্থী | উত্তীর্ণ | পাশের হার |
১ম | ৪৯ | ৪১ | ১০০% |
২য় | ৫০ | ৪০ | ৮০% |
৩য় | ৩৪ | ৩৪ | ১০০% |
৪র্থ | ২৪ | ২২ | ৯১.৬৬ |
৫ম | ২৫ | ২০ | ৮০% |
৬ষ্ঠ | ২০ | ২৪ | ১০০% |
1996 খ্রিস্টাব্দে ১জন সাধারণ বৃত্তি প্রাপ্ত।
ক) শিক্ষার্থীরা 2009 খ্রিস্টব্দে ইউনিয়ন প্রাথমিক বিদ্রালয় ফুটবল প্রতিযোগিতায় চ্রাম্পিয়ন হয়।
খ) 2010 খ্রিস্টাব্দে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়।
গ) 2012 খ্রিস্টাব্দে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট রানার্স আপ হয়।
ঘ) 2013 খ্রিস্টাব্দে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট রানার্স আপ হয়।
ঙ) 2013 খ্রিস্টাব্দে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট রার্নাস আপ হয়।
চ) 2014 খ্রিস্টাব্দে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়।
জরুরী বহুতল ভবন নির্মান করা ও বিশেষ প্রয়োজন। শহীদ মিনার নির্মান করা প্রয়োজন।
খেলাধুলার জন্য ফুটবল মাঠের অতীব দরকার
ছালেমন নেছা লাইব্রেরির জন্য ১ টি কক্ষ নির্মান করা খুবই প্রয়োজন।
স্কুল এরিয়া প্রাচীর করা জরুরী।
আরো শিক্ষক নিযেগ করা দরকার।
ঘিওর উপজেলঅ শিক্ষা অফিস হতে আনুমানিক ১২ কিলোমিটার পশ্চিম দিকে বড়টিয়া হতে দক্ষিন দিকে সি এনজি অটো রিক্সা যোগে বিদ্যালয়ে যাতায়াত করা যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস