বিদ্যালয়ের জমির পরিমান ৩৩ শতাংশ । জমিদাতা এলকার জমিদার বাবু সিদ্বেশ্বর প্রসাদ রায় চৌধুরী। বর্তমানে বিদ্যালয়ে ৩টি পাকা ভবন এবং একটি টিন সেড বিল্ডিং আছে। কক্ষ সংখ্যা ১১টি। বিদ্যালয়ে শিশু শ্রেনী থেকে ৫ম শ্রেনী পর্যন্ত মোট ছাত্র-ছাত্রী সংখ্যা ৪৫২ জন। কর্মরত শিক্ষক- ১১ জন। দপ্তরী কাম নৈশ প্রহরী পদে একজন কর্মরত আছে।
এলাকার জনগনের উদ্যোগে ১৯৫০ খ্রিষ্টাব্দে তেরশ্রী গ্রামের নামানুসারে তেরশ্রী সরকারী প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা পরবর্তি ১৯৭৩ খ্রিষ্টাব্দে বিদ্যালয়টি জাতীয়করন করা হয় এবং শিক্ষকদের চাকুরী সরকারী করন করা হয়।
ক্রমিক নং | নাম | পদবী | ক্যাটাগরী | মন্তব্য |
১ | মোঃ মোতালেব ভূ্ইয়া | সভাপতি | বিদ্যোৎসাহী | |
২ | পাভেল রহমান | সহঃ সভাপতি | অভিভাবক | |
৩ | বাবু সোমেশ্বর প্রসাদ রায় চৌধুরী | সদস্য | জমিদাতা | |
৪ | সামছুন্নাহার | সদস্য | উঃ বিঃ শিক্ষক | |
৫ | শুক্লা গোস্বামী | সদস্য | বিদ্যোৎসাহী | |
৬ | আঞ্জুমান আরা | সদস্য | অভিভাবক | |
৭ | রফিকুল ইসলাম | সদস্য | ওয়ার্ড মেম্বার | |
৮ | রিমা আক্তার | সদস্য | অভিভাবক | |
৯ | মোঃ কালাম মীর | সদস্য | অভিভাবক | |
১০ | মাজেদা বেগম | সদস্য | শিক্ষক প্রতিনিধি সঃপ্রাঃবিঃ | |
১১ | আঃ ওহাব খান | সদস্য সচিব | প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) |
সন | অংশগ্রহনকারীর সংখ্যা | কৃতকার্যের সংখ্যা | পাশের হার | মন্তব্য |
2010 | 64 | 37 | 58% | |
2011 | 73 | 72 | 100% | |
2012 | 71 | 67 | 94.37% | |
2013 | 99 | 99 | 100% | |
2014 | 115 | 112 | 97.40% |
সন | ট্যালেন্টপুল বৃত্তি | সাধারন বৃত্তি | মন্তব্য |
2010 | 2 | 2 | |
2011 | 1 | 1 | |
2012 | 2 | 4 | |
2013 | -- | 2 |
বিদ্যালয়ে সকল পরীক্ষার ফলাফল সন্তোষজনক। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৭ জন জি.পি. এ ৫.০০ পেয়েছে।
সুসজ্জিত শ্রেনী কক্ষ, উপস্থিতির হার বৃদ্ধি, সমাপনী পরিক্ষায় পাশের হার 100% , মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করনের যাবতীয় পদক্ষেপ সমূঞ অনুসরন করে শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখা, মিড ডে মিল চালু করা সহ ঝরে পড়া রোধ করা।
আঃ ওহাব খান প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
মোবাইলঃ 01719075167
ক্রমিক নং | ছাত্র-ছাত্রীর নাম | ফলাফল | মন্তব্য |
১ | প্রমা বিশ্বাস তিথী | জিপিএ- ৫.০০ | |
২ | তানভীর ইসলাম রানা | জিপিএ- ৫.০০ | |
৩ | রাকিবুল ইসলাম | জিপিএ- ৫.০০ | |
৪ | আদল হোসেন | জিপিএ- ৫.০০ | |
৫ | তারেক মোল্লা | জিপিএ- ৫.০০ | |
৬ | কাইয়ুম হোসেন | জিপিএ- ৫.০০ | |
৭ | জিনাত আক্তার সাথী | জিপিএ- ৫.০০ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস