বিদ্যালয়টি ঢাকা আরিচা মহাসড়কের সাথে অবস্থিত। বিদ্যালয়ের মোট জমির পরিমান ৩৩ শতাংশ। একটি পুরাতন টিনের ঘর ও একটি পাকা ভবন আছে। শিক্ষকদের জন্য একটি এবং ছাত্র-ছাত্রীদের ব্যবহারের জন্য একটি টয়লেট আছে। বিদ্যালয়ের ভবনগুলি ছাড়া বাকী জায়গা খুবই নিঁচু।
বিদ্যালয়টি স্থাপিত হয় ৯০ বৎসর পূর্বে। বর্তমান স্কুলের পূর্ব দদেক প্রায় ২০০ গজ দূরে পূকুরের উত্তর চালার পশ্চিম উত্তরকোনে স্বর্গীয় মঙ্গল চন্দ্র সরকার এটি প্রতিষ্ঠা করেন। দেশ বিভাগের পরে যাদব সরকার ভারতে চলিয়া গেলে তার বাড়ী মঙ্গলচন্দ্র সরকারের ৩য় পুত্র কিশোরী মোহন সরকার ক্রয় করেন এবং স্কুল ঘর ঐ বাড়ীতে স্থানান্তর করেন। তৎকালীন চেয়ারম্যান সাহেব স্কুলটি ১৯৫৯ সনে পাঁচুরিয়া নিয়ে যান। স্বর্গীয় কিশোরী মোহন সরকার ১৯৬১ সনে পুনরায় স্কুলটি চালু করেন। প্রথমে দুইজন শিক্ষক ছিলেন। ১৯৭১ সনের মুক্তিযুদ্ধের সময় স্কুলের আসবাবপত্রসহ অন্যান্য জিনিসপত্র লুট হয়ে যায় এবং ঘরটি ঝড়ে পরিয়া যায়। পুনরায় মেরামত করিয়া চারজন শিক্ষক দ্বারা স্কুল চালু করা হয়। ১৯৭৩ সনে স্কুলটি সরকারি অনুমোদন পায়। এলাকার ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য স্কুলটি প্রতিষ্ঠা করা হয়। |
শ্রেণী | ছাত্র | ছাত্র | মোট |
শিশু শ্রেণী | ১১ | ১০ | ২১ |
১ম শ্রেণী | ২২ | ৮ | ৩০ |
২য় শ্রেণী | ১০ | ১১ | ২১ |
৩য় শ্রেণী | ১৩ | ৮ | ২১ |
৪র্থ শ্রেণী | ১২ | ৪ | ১৬ |
৫ম শ্রেণী | ১৬ | ১৫ | ৩১ |
এম, এ লতিফ মোঃ কাশেম আলী মোঃ মুকুল মিয়া তপন কিরন সরকার সুলতানা পারভীন মোঃ নজরুল ইসলাম পাপিয়া সুলতানা মালা ইয়াসমিন হামিদা আহাম্মেদ আঃ রহিম লিলুয়া খাতুন আফরোজা খানম | সভাপতি সহ সভাপতি ইউপি সদস্য জমি দাতা বিদ্যোৎসাহী শিক্ষক প্রতিনিধি সদস্য ’’ ’’ ’’ স্কুল শিঃ প্রতিনিধি সদস্য সচিব |
সন ২০০৭ ২০০৮ ২০০৯ ২০১০ ২০১১ | অংশগ্রহণকারী ১৮ ২২ ১৯ ১৫ ১৩ | অনুত্তীর্ণ ১ ৪ ১ - - | উত্তীর্ণ ১৭ ১৮ ১৮ ১৫ ১৩ | পাশের হার ৯৪.৪৪% ৮২% ৯৫% ১০০% ১০০% |
২০০৮ সনে সাধারণ গ্রেডে ১ জন
বিভিন্ন সময়ে এই বিদ্যালয় হইতে শিক্ষা সম্পন্ন করে অনেকেই বিভিন্ন সরকারী বেসরকারী অফিস ও সংস্থায় উচ্চপদে কর্মরত আছেন। |
উপজেলার সাথে বিদ্যালয়ের যোগাযোগ সড়কপথে বাস যোগে। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস