1948 সালে 58 নং জাবরা সরকারী প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হয়। এলাকাবাসীর উদ্যোগে জাবরা প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। তাড়াছা এ বিদ্যালয়ের পিছনে এলাকার গন্যমান্যদের বিশেষ ভূমিকা রয়েছে।
1948 সালে 58 নং সরকারী প্রাথমিক বিদ্যালটি স্থাপিত হয়।
ক্রমিক নং নাম পদবী ক্যাটাগরি
01। জনাব মোঃ মঞ্জুরুল হক সভাপতি বিদ্যোৎসাহী
02। জনাব মোঃ নজরুল ইসলাম খান সহ-সভাপতি অভিভাবক
03। জনাব মনির উদ্দিন ভুইয়া সদস্য জমিদাতা
04। জনাবা সেলিনা আক্তার সদস্য বিদ্যোৎসাহী
05। জনাব মোঃ ইয়াকুব আলী খান সদস্য অভিভাবক
06। স্বর্নালী রাজবংশী সদস্য অভিভাবক
07। সেলিনা খানম সদস্য “
08। মোঃ তৌহিদুল ইসলাম সদস্য ইউপি সদস্য
09। নুরজাহান বেগম সদস্য উচ্চ বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি
10। রিতা সরকার সদস্য শিক্ষক প্রতিনিধি
11। নাজমা খানম সদস্য সচি প্রধান শিক্ষক
সন অংশগ্রহনকারীর সংখ্যা কৃতকার্য়ের সংখ্যাক পাশের হার
2010 21 21 100%
2011 14 14 100%
2012 31 31 100%
2013 18 18 100%
2014 11 11 100%
সন ট্যালেন্টপুল সাধারণ
2014 00 01টি
বিদ্যালয়ের সকল পরীক্ষার ফলাফল সন্তোষজনক। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পাশের হার 100% অর্জিত হয়েছে।
সুসজ্জিত শ্রেনী কক্ষ, ছাত্র/ছাত্রীদের জন্য আলাদা টয়লেট, উপস্থিতির হার বৃদ্ধি, সমাপনী পরীক্ষার পাশের হার 100% ধরে রাখা, মান সম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করনের যাবতীয় পদক্ষেপ সমূহ অনুসরন করে শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করব।
মানিকগঞ্জ সদর হতে বানিয়াজরী বাস ষ্যান্ড নেমে রিক্সা অথবা হ্যালো বাইক যোগে।
ক্রমিক নং ছাত্র/ছাত্রীর নাম ফলাফল
01। শারজিল নাফিজ খান জিপিএ-5.00
02। সোনিয়া আক্তার “ 4.83
03। ইমন জোয়ার্দার “ 4.33
04। আরমিন আক্তার “ 4.25
05। দুলী আক্তার “ 4.00
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস