স্থানীয় জমিদার রাধকা নাথ রাহা ব্যক্তিগত উদ্যোগে নিজের ৩৩ শতাংশ জমির উপর টিনের দু’চালা ঘর তুলে স্কুুল ঘর প্রতিষ্ঠা করেন 1928সালে। তখন এর নাম ছিল গুরুগৃহ। প্রথমে এর ছাত্র সংখ্যা ছিল ১৩জন। দেশ স্বাধনের পর 1974 সালে স্কুলটি সরকারী করণ করা হয়।
ক্রমিক নং | নাম | পদবী |
1 | মোঃ আওলাদ হোসেন | সভাপতি |
2 | মোঃ মশিউর রহমান | সহঃ সভাপতি |
3 | শাহানাজ বেগম | সদস্য |
4 | মোঃ আক্কাস হোসাইন | সদস্য |
5 | নাজমা বেগম | সদস্য |
6 | মোঃ খোরশেদ আলম | সদস্য |
7 | ফিরোজা বেগম | সদস্য |
8 | মোঃ বেলায়েত হোসেন | সদস্য |
9 | সেলিনা আক্তার | সদস্য |
10 | মোঃ জাহাঙ্গীর আলম | সদস্য |
11 |
| সদস্য সচিব |
সন | অংশগ্রহনকারীর সংখ্যা | কৃতকার্যের সংখ্যা | পাশের হার |
2010 | 33 | 11 | 33% |
2011 | 25 | 25 | 100% |
2012 | 28 | 28 | 100% |
2013 | 27 | 26 | 96% |
2014 | 16 | 16 | 100% |
বিদ্যালয়ের পরীক্ষায় পাশের হার সন্তোষজনক, সমাপনী পরীক্ষায় পাশের হার 100% অর্জিত হয়েছে। আন্তঃ প্রাথমিক বিদ্রালয় ফুটবল প্রতিযোগীতায় রার্নস আপ 2012 এবং চ্যাম্পিয়ন 2013ইং।
ভবিষ্যত পরিকল্পনা সুসজ্জিত শ্রেনী কক্ষ, ছাত্র ছাত্রীদের জন্য আলাদা টয়লেট, উপস্থিতির হার বৃদ্ধি, সমাপনী পরীক্ষার পাশের হার 100% ধরে রাখ সহ জিপিএ 5প্রাপ্তির লক্ষ্যে যথাযথ পদক্ষেপ সমুহ অনুসরন করে শিক্ষার মান উন্নয়নে ভুমিকা রাখা। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নসয়নে উধ্র্বতন কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা কামনা।
উপজেলা শিক্ষা অফিস থেকে প্রায় 2 কিলোমিটার দক্ষিন পূর্ব দিকে বিদ্রালয়টি অবস্থিত। মোটর সাইকেল যোগে বিদ্যালয়ে যাতায়াত করা যায়।
1। জয়ন্ত পাল
2। ইমরান মিয়া
3। তাসলিমা আক্তার
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস