বিদ্যালয়টি প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত। এর সামনে শিশুদের খেলার মাঠ রয়েছে। এর পাশে রয়েছে একটি গালর্স হাই স্কুল। এর যোগাযোগ ব্যবস্থা উন্নত। দু’টি পাকা ভবন ও একটি টিন শেড ঘরে পাঠদান কার্যক্রম পরিচালিত হয়। |
বৃটিশ আমলে যখন এদেশে আধুনিক শিক্ষার প্রতি মানুষের আগ্রহ বাড়তে থাকসসে সময় অত্র এলাকার মানুষেরা পিছিয়ে থাকে নি। তাদের ভেতরও শিক্ষারপ্রতি অনুরক্ততা বাড়তে থাকে। এর ফলশ্রম্নতিতে তৎকালীন সময়ে অনেক সুযোগ্য সমত্মানদের আমত্মরিক প্রচেষ্টায় পুরাতন ধলেশ্বরী নদীর তীরে অত্র প্রতিষ্ঠানটি গড়ে ওঠে। কালের পরিক্রমায় এক সময় বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হগগেলেও বিলীন হয়ে যায়না এলাকার শিক্ষাপিপাসু জনগনের মনোবল। তারা আবার বিদ্যালয়টি জাবরা সাহা পাড়ায় স্থাপন করেন। সেখান থেকে নদীর ভয়ে আবার স্থানামত্মরীত করা হয় জাবরা বাজার থেকে কিছু দক্ষিনেজাবরা বানিয়াজুরী সড়কের পাশে। এই বিদ্যালয়ের পাশে বালিকা উচ্চ বিদ্যালয় স্থাপিত হওয়ায় প্রাথমিক বিদ্যালয়টি আবার স্থানামত্মরীত হয়ে বর্তমানে কিছু উত্তর পশ্চিম পাশে পুনরায় স্থাপিত হয়। বর্তমানে বিদ্যালয়টি ২টি পাকা ভবন একটি ১টি টিন শেড ভবন রয়েছে। |
শ্রেণী | বালক | বালিকা | মোট |
শিশু শ্রেণী | ২৮ | ২৮ | ৫৬ |
প্রথম শ্রেণী | ২৯ | ২৩ | ৫২ |
দ্বিতীয় শ্রেণী | ২৫ | ৩৩ | ৫৮ |
তৃতীয় শ্রেণী | ২৮ | ২৮ | ৫৬ |
চতুর্থ শ্রেণী | ২৭ | ৩০ | ৫৭ |
পঞ্চম শ্রেণী | ২৩ | ২২ | ৪৫ |
মোট = | ১৬০ | ১৬৪ | ৩২৪ |
মোঃ আলীউজ্জামান খান মোঃ হান্নান মোঃ লুৎফার রহমান কালিপদ ঘোষ লাইলী বেগম লিপি বেগম মলিনা খানম শাহীনা রহমান মঈনুল হক ফেরদৌসী বেগম আবু ছাইদ মোঃ আমজাদ হোসেন | সভাপতি সহ সভাপতি সদস্য সদস্য সদস্য সদস্য সদস্য সদস্য সদস্য সদস্য সদস্য সচিব |
সাল ২০০৭ ২০০৮ ২০০৯ ২০১০ ২০১১ | অংশগ্রহণকারী ৩৯ ৩৮ ৩৭ ৫১ ৪৭ | পাশের সংখ্যা ৩৫ ৩৬ ৩৫ ৪৪ ৪৬ | পাশের হার ৯০% ৯৫% ৯৫% ৮৬% ৯৮% |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস