সংক্ষিপ্ত বর্ণনাঃ বর্তমানে বিদ্যালয়ে দুইটি একতলা ভবন আছে। বিদ্যালয়েটি এক শিফটে পরিচালিত হয়। বিদ্যালয়টি মানিকগঞ্জ ঝিটকা রাসত্মার পাশে কলতা গ্রামে অবস্থিত।
এলাকার জনগনের উদ্যোগে ১৯৩৮ খ্রিষ্টাব্দে কলতা গ্রামের নামে কলতা সরকারী প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা পরবর্তীতে ১৯৭৩ খ্রিষ্টাব্দে বিদ্যালয়টি জাতীয় করণ করা হয় এবং শিক্ষকদের চাকুরী সরকারী করন করা হয়।
ক্রমিক নং | নাম | পদবী | ক্যাটাগরী | মন্তব্য |
১ | মোঃ রহমত আলী | সভাপতি | বিদ্যোৎসাহী | |
২ | বাবু মতিলাল সরকার | সহ-সভাপতি | শিক্ষক প্র্রতিনিধি | উঃবিঃ |
৩ | মঞ্জুআরা বেগম | সদস্য | বিদ্যোৎসাহী | |
৪ | মোঃ শামছুল হক | ,, | অভিভাবক | |
৫ | জনাব মোঃ আবুল কাশেম | ,, | ,, | |
৬ | পারুল বেগম | ,, | ,, | |
৭ | লাখী আক্তার | ,, | ,, | |
৮ | বাবু স্বপন কুমার সাহা | ,, | ওয়ার্ড মেম্বার | |
৯ | সাজেদুল ইসলাম | ,, | শিক্ষক প্রতিনিধি | স:প্রা:বি: |
১০ | বীনা রাণী রায় | সদস্য সচিব | প্রধান শিক্ষক |
সন | অংশগ্রহনকারীর সংখ্যা | কৃতকার্যের সংখ্যা | পাশের হার |
২০১০ | ২২ | ২০ | ৮৭% |
২০১১ | ৪০ | ৪০ | ১০০% |
২০১২ | ৫৬ | ৫৫ | ৯৮% |
২০১৩ | ৩৯ | ৩৯ | ১০০% |
২০১৪ | ৪৭ | ৪৭ | ১০০% |
বিদ্যালয়ের সকল পরীক্ষার ফলাফল সন্তোষজনক। প্রাথমিক শিক্ষাসমাপনী পরীক্ষায় পাশের হার ১০০% অর্জিত হয়েছ। খেলাধুলায়ও এই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অসাধারণ প্রতিভার স্বাক্ষর রাখছে।
ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা টয়লেট, উপস্থিতির হার বৃদ্ধি । সমাপনী পরীক্ষায় পাশের হার ১০০% ধরে রাখা, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করনের যাবতীয় ব্যবস্থা গ্রহণ।
৩৬নং কলতা সরকারী প্রাথমিক বিদ্যালয়
গ্রাম: কলতা, ডাকঘর: রামদিয়া নালী, উপজেলা: ঘিওর, জেলা: মানিকগঞ্জ।
পাকা সড়কের পাশে অবস্থিত। যে কোন যানবাহনে যাতায়াত করা যায়।
ক্রমিক নং | ছাত্র-ছাত্রীর নাম | ফলাফল |
১ | মোঃ নাজমুল হুদা | ৫.০০ |
২ | আবু বক্কর সিদ্দিক | ৪.৮৩ |
৩ | তুষার মিয়া | ৪.৮৩ |
৪ | রাকিব হোসেন | ৪.৮৩ |
৫ | স্বর্ণা সাহা | ৪.৭৫ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস