বিদ্যালয়ের জমির পরিমাণ ৩৩শতাংশ। জমি দাতা মোঃ মনছের আলী ও সবুজ সংঘের পক্ষে মোঃ মোতালেব হোসেন। বর্তমানে বিদ্যালয়ে ১টি পাকা ভবন। বিদ্যালয়ের কক্ষ সংখ্যা ৪টি। দক্ষিণ পাশে একটি খেলার মাঠ আছে। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সংখ্যা ২৩১জন। কর্মরত শিক্ষক ৪জন।
এলাকার জনগণের উদ্যোগে ১৯৯৫ইং সনে কেরাণীনগর,বালিয়াবাধা,চরমির্জাপুর গ্রামের নামের প্রথম অক্ষর দিয়ে কেবিএম প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ২০১৩ইং সনে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয় এবং শিক্ষকদের চাকুরী সরকারীকরণ করা হয়।
ক্রমিক নং | নাম | পদবী | ক্যাটাগরী | মন্তব্য |
১ | মোঃ মনছের আলী | সভাপতি | জমিদাতা | |
২ | মোঃ আৎ মালেক বেপারী | সহসভাপতি | অভিভাবক | |
৩ | আঃ মজিদ মিয়া | সদস্য | বিদ্যুৎসাহী | |
৪ | মোছাঃ বকুলী আক্তার | সদস্য | বিদ্যুৎসাহী | |
৫ | মোঃ গুলজার হোসেন | সদস্য | ওয়ার্ডমেম্বর | |
৬ | সৈয়দ মোঃ আঃ হান্নান | সদস্য | শিক্ষক প্রতিনিধি | উ:বি: |
৭ | মোঃ আশোক আলী | সদস্য | অভিভাবক | |
৮ | ববিতা আক্তার | সদস্য | অভিভাবক | |
৯ | রওশনারা | সদস্য | অভিভাবক | |
১০ | মোসাঃ সুলতানা পারভীন | সদস্য | শিক্ষক প্রতিনিধি | স:প্রা:বি. |
১১ | মোঃ রেজাউল করিম | সদস্য সচিব | প্রধান শিক্ষক |
সন | অংশগ্রহণকারী সংখ্যা | কৃতকার্যের সংখ্যা | পাশের হার |
২০১০ | ১১ | ৮ | ৭৩% |
২০১১ | ২০ | ১৭ | ৮৫% |
২০১২ | ১৩ | ১০ | ৭৭% |
২০১৩ | ১৮ | ১৬ | ৮৯% |
২০১৪ | ২১ | ২০ | ৯৫% |
২০১২সনে একটি সাধারণ বৃত্তি।
সুসজ্জিত শ্রেণিকক্ষ,ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা টয়লেট। উপস্থিতির হার বৃদ্ধি,সমাপণী পরীক্ষার হার ১০০% এ উন্নতি করা,মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের যাবতীয় পদক্ষেপ সমূহ অনুসরণ করে শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখা।
৭৯নং কেবিএম সরকারী প্রাথমিক বিদ্যালয়,গ্রাম-বালিয়াবাধা, ইউনিয়ন-সিংজুরী, উপজেলা-ঘিওর,জেলা-মানিকগঞ্জ। ঘিওর উপজেলা শিক্ষা অফিস হতে আনুমানিক ১০ কিলোমিটার উত্তর পূর্বদিকে সিএনজি, অটোরিক্সা, মটরসাইকেল যোগে বিদ্যালয়ে যাতায়াত করা যায়।
মেধাবী ছাত্র-ছাত্রী ২০১৪ইং
১। মোঃ সোহেল রানা-জিপিএ -৪.৫০
২। মোঃ আকাশ মিয়া- জিপিএ- ৪.১৭
৩। আলমগীর হোসেন-জিপিএ ৪.০০
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস