ফুলহারা সরকারী প্রাথমিক বিদ্যালয়টি মানিকগঞ্জ জেলার, ঘিওর উপজেলাধীন ফুলহারা গ্রামে অবস্থিত। বিদ্যালয়টি ১৯৬৯ ইং সালে ৩৪ শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত হয়েছে। বিদ্যায়ের পাশ দিয়ে বয়ে গেছে ইছামতি নদী। ইহা ‘‘এল’’ আকৃতির নতুন ও পুরাতন বিল্ডিং বিশিষ্ট বিদ্যালয়। বিল্ডিং দুইটির একটি উত্তর মুখী এবং অপরটি পূর্ব মুখী। ইহার উত্তর পার্শ্ব সংলগ্ন রয়েছে পাকারাসত্মা এবং রাসত্মা সংলগ্ন অংশে রয়েছে বিদ্যালয় প্রাচীর। বিদ্যালয়টি বনজ, ফলজ ও ঔষধি গাছ দ্বারা পরিবেষ্টিত। এই বিদ্যালয়ে ৬ জন শিক্ষক এবং ৩৪৪ জন ছাত্র/ছাত্রী আছে। শিক্ষকগন খুবই আন্তরিকতার সাথে পাঠদান কার্যক্রম পরিচালনা করেন। বিদ্যালয়ের সমাপনী পরীক্ষার ফলাফল ভাল এবং সহ পাঠক্রমিক কার্যাবলী যথারীতি হয়ে থাকে। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বৃন্দ প্রায় সময়ই বিদ্যালয়ের কার্যক্রম তদারকি করেন। বিদ্যালয়ের শিক্ষকগন, অভিভাবক বৃন্দ এবং এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ ফুলহারা সরকারী প্রাথমিক বিদ্যালয়টিকে ফুলের মত করে গড়ে তোলার লক্ষ্যেসার্বক্ষনিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং সকলেই বিদ্যালয়ের সার্বিক উন্নতি কামনা করেন। |
শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট |
শিশু শ্রেণী | ৩৫ | ৩৭ | ৭২ |
১ম শ্রেণী | ২৮ | ৩০ | ৫৮ |
২য় শ্রেণী | ৩৩ | ৩২ | ৬৫ |
৩য় শ্রেণী | ৩০ | ২৪ | ৫৪ |
৪র্থ শ্রেণী | ১৪ | ৩১ | ৪৫ |
৫ম শ্রেণী | ২১ | ১৯ | ৫০ |
| ১৬১ | ১৭৩ | ৩৪৪ |
আয়েশা খাতুন সভাপতি মোঃ এনামুল হক সহ সভাপতি মোঃ সরোয়ারদি সদস্য মোঃ জাহিদুল ইসলাম সদস্য মোঃ নবুয়াত আলী সদস্য লাইলী বেগম সদস্য মনিকা সদস্য কামনা রানী সরকার সদস্য শিল্পী আক্তার সদস্য মোঃ আঃ কুদ্দুস মিয়া সদস্য মোঃ মনসুর আলম সদস্য সুবোধ রঞ্জন বিশ্বাস সদস্য সচিব |
সাল অংশ্রগ্রহনকারী পাশ ফেল পাশের হার %
২০০৭ ৩৬ ৩৬ - ১০০%
২০০৮ ৩৫ ৩৪ ১ ৯৭.১৪%
২০০৯ ৪০ ৩৭ ৩ ৯২.৫%
২০১০ ৫০ ৪৮ ২ ৯৬%
২০১১ ৪৮ ৪৬ ২ ৯৫.৮৩%
সাল ট্যালেন্টপুল সাধারন মোট ২০০৭ ২ ২ ৪ ২০০৮ - - - ২০০৯ - ১ ১ ২০১০ - - - ২০১১ - ১ ১
|
২০১১ সালের বঙ্গঁবন্ধু গোল্ডকাপ টুর্ণামেন্টে ইউনিয়ন চ্যাম্পিয়ন। |
গাড়ী, রিক্সা, সি.এন.জি, ইত্যাদির মাধ্যমে যাতায়াত করা যায়। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস