26 নং তরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উত্তরে রয়েছে কালিগঙ্গা নদী, পূর্ব দিকে রয়েছে ঢাকা আরিচা মহাসড়ক দক্ষিনে রয়েছে বানিয়াজুরী ইউণিন পরিষদ এবং পশ্চিমে রয়েছে তরা পুরাতন বাজার। তাড়াছা বিদ্যালয়ের আশে পাশে রয়েছে পুজা মন্ডপ।
ইতহিাস: 1922 সালে তাদনীন্তন জমিদার আমলে পরিচালনা পরিষদের যৌথ উদ্যোগে বিদ্যায়ের নামে 27 শতাংশ জায়গার উপর গ্রামবাসী অর্থায়নে বিদ্যালটি প্রতিষ্ঠিত হয়। পরবতী সময়ে বিদ্যায়ের ছাত্র/ছাতী বৃদ্ধি পাওয়ায় বিদ্যালয় ভবনে সংকুলান না হওয়ায় বরতমান সভাপতির উদ্যোগে গ্রামবাসীর প্রচেষ্ঠায় 58 শতাংশ ভূমির উপর বরতমান জায়গায় স্থানান্তরিত করা হয়। 1973 খ্রি: বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়।
পরিচালনা কমিটি:
ক্রমিক নাম নাম পদবী
01 জনাব শ্যামল কান্তি সাহ সভাপতি
02 “ মোঃ হাসান আলী সহ-সভাপতি
03 “ মোঃ মনিরুল ইসলাম সদস্য অভিভাব
04 “ চায়না রাজবংশী উচ্চ:বি: শিক্ষক
05 “ পারভীন আক্তার অভিভাবক
06 “ সারমিন সুলতানা অভিভাবক
07 “ রত্না চক্রবতী বিদ্যোৎ সাহী
08 “ শীলা রানী সরকার শিক্ষক প্রতিনিধি
09 “ নাজনীন আক্তার পধান শিক্ষক
সন অংশগ্রহনকারীর সংখ্যা কৃত-কার্যের সংখ্যা পাশের হার
2010 73 63 85%
2011 74 74 100%
2012 90 89 99%
2013 105 104 “
2014 84 83 “
বিদ্যালয়ের উপস্থিতির হার সন্তোষজনক। ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় সাফল্য লাভ। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাবে ইউনিয়ন পযায়ে। বিজয়ী।
ভবিষ্যৎ পরিকল্পনা: সুসজ্জিত শেণ্রী কক্ষ, উপস্থিতির হার বৃদ্ধি ধরে রাখা সমাপনী পরীক্ষার পাশের হার 100% উন্নতি করা এবং এ+ এর সংখ্যা বৃদ্ধি করণ সহ মান সম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরনের যাবতীয় পদক্ষেপসমূহ অনুসরন করে শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখা।
তরা টোল পোষ্ট নেমে রিক্সা অথাব ট্যাম্পু যোগে।
মেধাবী ছাত্র/ছাত্রীবৃন্দ: 2014
ক্রমিক নং ছাত্র/ছাত্রীর নাম ফলাফল
01 ইসরাত জাহান মীম জিপিএ-5.00
02 সামিয়া বিনতে নজরুল -5.00
03 রাবেয়া আক্তার -5.00
04 ঈশান আরা সাথী -5.00
05 মীম আক্তার 4.75
06 এস,এম হাফিজুর রহমান 4.15
07 মোঃ ফয়সাল মাহমুদ 4.75
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস