বিদ্যালয়টি মানিকগঞ্জ জেলাধীন ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের বাংগালা গ্রামে অবস্থিত। বিদ্যালয়ে দুইটি একতলা ভবন রয়েছে। এছাড়াও শিক্ষক ও ছাত্র/ছাত্রীদের একটি টয়লেট রয়েছে। |
|
|
অত্র এলাকার তৎকালীন চেয়ারম্যান ডাঃ আঃ গণি মিয়া বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ৫৯ শতাংশ ভূমি দান করেন। চেয়ারম্যানের অনুপ্রেরনায় একটি টিনের ঘর তোলা হয়। প্রথম প্রধান শিক্ষক জনাব মিন্হাজ উদ্দীন এবং জনাব মান্নান মাষ্টার সাহেবের উদ্যোগে বিদ্যালয়টি পরিচালিত হতে থাকে।
শ্রেণী | বালক | বালিকা | মোট |
শিশু শ্রেণী | ০৯ | ১১ | ২০ |
প্রথম শ্রেণী | ২০ | ২৬ | ৪৬ |
দ্বিতীয় শ্রেণী | ২৪ | ১৯ | ৪৩ |
তৃতীয় শ্রেণী | ৩১ | ৩৫ | ৬৬ |
চতুর্থ শ্রেণী | ৩১ | ১৮ | ৪৯ |
পঞ্চম শ্রেণী | ২১ | ২৩ | ৪৪ |
মোট = | ১৩৬ | ১৩২ | ২৬৮ |
জনাব আব্দুর রউফ সভাপতি রহিমা আক্তার সহ সভাপতি এ.কে.এম আব্দুর রফিক দাতা সদস্য মোঃ মতিউল ইসলাম বিদ্যোৎসাহী শারমিন আক্তার মেধাবী ছাত্র অভিঃ রূপা বেগম ছাত্র অভিভাবক তানজিনা পিয়াস ছাত্র অভিভাবক আব্দুর রহিম খান ছাত্র অভিভাবক আঃ সালাম ছাত্র অভিভাবক আব্দুস সামাদ ইউ.পি. সদস্য রাজিয়া বেগম শিক্ষক মোঃ রিয়াজুল ইসলাম সদস্য সচিব |
|
২০০৭ - ৮৫% ২০০৮ - ১০০% ২০০৯ - ৭৭% ২০১০ - ৬৩% ২০১১ - ১০০% |
বৃত্তি ২০০৯ সালে ট্যালেন্টপুল ১ জন সাধারণ ১ জন
বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্ণামেন্ট ২০১১ ইং সালে বাংগালা সরকারী প্রাথমিক ব্যিালয় ইউনিয়ন পর্যায়ে চ্যাপিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
|
যোগাযোগ ব্যবস্থা মোটামুটি ভাল। ঘিওর থেকে রিক্সা অটোবাইক ও বাইসাইকেল যোগে যাতায়াত করা যায়। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস