1995 সালে গোয়ালজান এলাকার নুরুল ইসলাম, নওয়াব আলী ও আফতাব উদ্দিন 33 শতাংশ জমি দান করেন। বিদ্রালয়ের নাম। সরকার বাহাদুর ওয়াল করে দু চালা একটি ঘর করে দেন। দুইজন শিক্ষক দ্দারা বিদ্যালয়টি পরিচালিত হয়। অদ্যবধি ১ম হতে ৫ম শ্রেণী পর্যন্ত লেখা পড়ার সুযোগ রয়েছে কিন্তু ১জন শিক্ষক 2006 সালে মৃত্যুবরণ করায় িএকজন শিক্ষক দ্বারা ৎেলখাপড়ার কা চলিতেছিল। 2011 সালে বিদ্যালয়টি রেজিষ্টার্ড প্রাপ্ত হওয়ায় 2012 সালে আরো ৩জন শিক্ষক য়োগ দেয়া হয়। 2013 সালে জাতীয় করণ করা হয়। বর্তমানে 4জন শিক্ষক কমৃরত আছে।
ক্রমিক নং | নাম | পদবী |
1 | মোঃ কিতাব আলী | সভাপতি |
2 | মোঃ রজব আলী | সহঃ সভাপতি |
3 | মোঃ রহিজ উদ্দিন | দাতা সদস্য |
4 | মোঃ মোতালেব | সদস্য |
5 | মোঃ রফিকুল ইসলাম | সদস্য |
6 | মোঃ আফতাব উদ্দিন | সদস্য |
7 | সখিনা বেগম | সদস্য |
8 | রাহিমা বেগম | সদস্য |
9 | নাছিমা বেগম | সদস্য |
10 | মমতাজ আক্তার | সদস্য |
11 | শাহানাজ পারভীন রুনা | সদস্য সচিব |
সন | অংশগ্রহনকারীর সংখ্যা | কৃতকার্যের সংখ্যা | পাশের হার |
2010 |
|
|
|
2011 |
|
|
|
2012 |
|
|
|
2013 | 08 | 08 | 100% |
2014 | 04 | 04 | 100% |
শতভাগ পাশ ও শতভাগ ভর্তি নিশ্চিত করণ। ঝরে পড়া রোধ। শিক্ষার্থীদের পাঠে আগ্রহ বৃদ্ধি করার যাবতীয় ব্রাবস্থা গ্রহন। বিদ্যালয় টিকে সি গ্রেডে থেকে বি গ্রেডে উন্নয়ন কেননা, বিদ্রালয়ের সকল পরীক্ষার ফলাফল সন্তোষজনক। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পাশের হার 100% অর্জিত হয়েছে।
বিদ্রালয়টি৫কে বি গ্রেডে থেকে এ গ্রেডে উন্নতি করণ। সর্বোপরী বিদ্যালয়টিকে একটি আদর্শ বিদ্রালয় হিসেবে গড়ে তোলা।
ঘিওর উপজেলা হতে পশ্চিম দক্ষিন কোনে আনুমানিক 15 কিঃ মিঃ পশ্চিমে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস