বিদ্যালয়ের জমির পরিমান ৩৩ শতাংশ ও জমিদাতা মোসাঃ হাজেরা বেগম, বর্তমানে বিদ্যালয়ের সামনে ছোট একটি খেলা মাঠ আছে। বিদ্রালয়ে শিশু শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত মোট ছাত্র/ছাত্রীর সংখ্যা ১৫৮জন। কর্মরত শিক্ষক সংখ্যা ০৪জন।
এলাকার জনগণের উদ্দ্যোগের ১৯৭৭খ্রিষ্টাব্দে চঙ্গশিমুলিয়া গ্রামের মাঝে চঙ্গ শিমুলিয়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্রালয়টি ১৯৮১ ইং সনে রেজিষ্ট্রিশন পায়। ১৯৯১ সালে বিদ্যালয়টি এম, পি, ও ভূক্ত হয়। ২০১৩ সনে বিদ্যালয়টি সরকারী করন করা হয়।
ক্রমিক নং | নাম | পদবী |
1 | মোসাঃ হাজেরা বেগম | সভাপতি |
2 | মোঃ আকবর হোসেন | সহঃ সভাপতি |
3 | মোঃ মাকসুদুর রহমান | সদস্য |
4 | রাবিয়া সুলতানা বিনা | সদস্য |
5 | মোঃ আঃ বারী দেওয়ান | সদস্য |
6 | বেলায়েত হোসেন | সদস্য |
7 | মোঃ মুন্নাফ খান | সদস্য |
8 | মোসাঃ শামিমা আক্তার | সদস্য |
9 | মোসাঃ নাসিমা বেগম | সদস্য |
10 | মোসাঃ রিক্তা খানম | সদস্য |
11 | মোঃ হারুনুরশিদ | সদস্য |
সন | অংশগ্রহনকারীর সংখ্যা | কৃতকার্যের সংখ্যা | পাশের হার |
2010 | 22 | 17 | 75% |
2011 | 20 | 20 | 100% |
2012 | 21 | 21 | 100% |
2013 | 14 | 14 | 100% |
2014 | 30 | 29 | 96% |
বিদ্যালয়ের সকল পরীক্ষার ফলাফল সন্তোষজনক। প্রাথমিক শিক্ষা সমাপনবী পরীক্ষার পাশের হার মোটামুটি ভাল।
ভবিষ্যত পরিকল্পনা সুসজ্জিত শ্রেনী কক্ষ, ছাত্র ছাত্রীদের জন্য আলাদা টয়লেট, উপস্থিতির হার বৃদ্ধি, সমাপনী পরীক্ষার পাশের হার 100% ধরে রাখ সহ জিপিএ 5প্রাপ্তির লক্ষ্যে যথাযথ পদক্ষেপ সমুহ অনুসরন করে শিক্ষার মান উন্নয়নে ভুমিকা রাখা। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নসয়নে উধ্র্বতন কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা কামনা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস