29 নং শোলধারা সরকারী প্রাথমিক বিদ্যালয়টি দ্বিতল বিশিষ্ট।
শোলধারা গ্রামের শিক্ষানুরাগী ব্যক্তিদের আগ্রহ উদ্দীপনায় তৎকালে গ্রামের মাদার তলা নামক স্থানে সকলের সহযোগীতায় একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য একিটি ছনের ঘর নির্মান করা হয়। সেখানে বিনা বেতনে জনাব সৈয়দ রহিজ উদ্দিন সাহেব শিক্ষকতা শুরু করেন। গ্রামের সকলের চেষ্টায় বিদ্যালয় গৃহটি পরিবর্তন করে একটি টিনের ঘর তৈরী করে। শিক্ষার্থী ক্রমে বাড়তে থাকে। 1930 সালে গ্রামের মানুষ আর্থিক সহযোগীতায় 42 শতাংশ জমি বিদ্যালয়ের নামে সাবকলা ক্রয় করেন। এই 42 শতাংশ জমির উপর বিদ্যালয় গৃত ও মাঠ প্রতিষ্ঠিত হয়। 1935 সালে বিদ্যালয়টি প্রাথমিক বিদ্যালয় হিসেবে রুপ নিয়ে বেসরকারী ভাবে শিক্ষক নিয়োগ করে বিদ্যালয়ের যাত্রা শুরু হয়। 1973 সালে বিদ্যালয়টি সরকারী প্রাথমিক বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ের নম্বর 29। বিদ্যালয়টি বর্তমানে এ গেড ভুক্ত।
ক্রমিক নং নাম পদবী ক্যাটাগরি
01 জনাব মোঃ ইস্কান্দার মির্জা সভাপতি উচ্চ বিদ্যা: শি: প্রতি:
02 “ মোঃ মজনু প্রধান সহ-সভাপতি অভিভাবক
03 “ এ্যাডভোকেট আহসান হাবীব সদস্য বিদ্যোৎ সাহী
04 “ সুলতানা হালিমা খানম সদস্য “
05 “ মোঃ আবুল কাশেম সদস্য ওয়ার্ড মেম্বার
06 “ মোঃ সায়েদুর রহমান খান ” অভিভাবক
07 ” শিল্পী আক্তার “ অভিভাবক
08 “ ফারজানা সদস্য অভিভাবক
09 ” মোঃ মজিবর রহমান সদস্য শিক্ষক প্রতিনিধি
10 “ সেলিনা আক্তার সদস্য সচিব প্রধান শিক্ষক
সন অংশগ্রহনকারীর সংখ্যা কৃত-কার্যের সংখ্যা পাশের হার
2010 25 19 76%
2011 58 58 100%
2012 47 47 100%
2013 32 32 100%
2014 43 42 99%
বিদ্যালয় গমনোপযোগী শিশুদের 100% ভর্তি নিশ্চিত করা হয়েছে। বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের 100% স্কুল ড্রেস নিশ্চিত করা হয়েছে। নিয়মিত মা সমাবেশ করা হয়। বিদ্যালয়ের সকল পরীক্ষার ফলাফল সন্তোষজনক
সুসজ্জিত শ্রেনী কক্ষ ছাত্র ছাত্রীদের জন্য আলাদা টয়লেট, উপস্থিতির হার বৃদ্ধি, ঝড়ে পড়া রোধ, সমাপনী পরীক্ষায় পাশের হার 100 % ধরে রাখা। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করনের যাবতীয় পদক্ষেপ সমূহ অনুসরন করে শিক্ষার মান উন্নয়নে ভুমিকা রাখা।
29 নং শোলধারা সরকারী প্রাথমিক বিদ্যালয়, গ্রাম: শোলধারা, পোঃ বুতনী, উপজেলাঃ ঘিওর, জেলাঃ মানিকগঞ্জ। ঘিওর উপজেলা শিক্ষা অফিস হতে আনুমানিক 15 কিলোমিটার দক্ষিন দিকে সিএনজি অটোরিক্সা যোগে বিদ্যালয়ে যাতায়াত করা যায়।
ক্রমিক নং ছাত্র/ছাত্রীর নাম ফলাফল
01 মোঃ শাহিব খান জিপি-এ 4.50
02 মোঃ হৃদয় মিয়া “ 4.42
03 মোঃ বখতিয়ার হামিদ “ 4.33
04 মোঃ জেবা আক্তার “ 4.33ব
05 ফারিহা আক্তার “ 4.50
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস