বিদ্যালয়টি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলাধীন সিংজুরী ইউনিয়নের অন্তর্গত বেড়াডাঙ্গা গ্রামে অবস্থিত। |
বিদ্যালয়টি একটি প্রত্যমত্ম অঞ্চলে অবস্থিত। এখানে তৎকালে শিক্ষার হার খুবই নগন্য ছিল। বেড়াডাঙ্গা গ্রামের কৃতিসমত্মান জনাব এ্যাডভোকেট মোঃ বদীর উদ্দিন ও বিদ্যালয়ের বর্তমান সভাপতি জনাব মোঃ মোবারক আলী সাহেবের উদ্যোগে এবং এলাকার জনগনের সহযোগিতায় ১৯৭৩ ইং সনে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ের জমির পরিমান ৩৩ শতাংশ। জমি দাতাগন হলেনঃ ১। মরহুম আঃ গনি, ২। মরহুম আঃ মোতালেব, ৩। মরহুম আঃ ছাত্তার, ৪। মরহুম চিনি বিবি।
শ্রেণী | বালক | বালিকা | মোট |
শিশু শ্রেণী | ১৩ | ১২ | ২৫ |
প্রথম শ্রেণী | ২৩ | ১৫ | ৩৮ |
দ্বিতীয় শ্রেণী | ২০ | ১৭ | ৩৭ |
তৃতীয় শ্রেণী | ২২ | ১৮ | ৪০ |
চতুর্থ শ্রেণী | ১৩ | ১৬ | ২৯ |
পঞ্চম শ্রেণী | ০৭ | ১৩ | ২০ |
সর্বমোট = | ৯৮ | ৯১ | ১৮৯ |
জনাব মোঃ মোবারক আলী সভাপতি জনাব মোঃ মজিবুর রহমান সহ সভাপতি জনাব মোঃ জাহাঙ্গীর আলম দাতা সদস্য জনাব বেহুলা বেগম অভিঃ সদস্য জনাব মোঃ আঃ ছালাম বিদ্যোৎ সাহী সদস্য জনাব পারভীন হাই বিদ্যোৎ সাহী সদস্য জনাব মোঃ মোঃ শহিদুর রহমান অভিঃ সদস্য জনাব পুশদা বেগম অভিঃ সদস্য জাহানারা বেগম অভিঃ সদস্য জনাব মোঃ আমজাদ হোসেন ওয়ার্ড সদস্য জনাব মোঃ রেবেকা সুলতানা শিক্ষক প্রতিনিধি জনাব মোঃ তজিমুদ্দিন শিকদার সদস্য সচিব |
সন পাশের হার% 2007 ১০০% 2008 ৮৮% 2009 ৬৫% 2010 ৫০% 2011 ৬৯% |
বৃত্তি নাই
‘‘বি’’ গ্রেড
উপজেলা থেকে যোগাযোগ ব্যবস্থা দূর্গম
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস