তেরশ্রী কলেজের নিজস্ব ২৭ বিঘা সম্পত্তি রয়েছে। ১৪ বিঘা ও ৬ বিঘার উপর প্রতিষ্ঠিত দুটি বিশাল পুকুর আছে। এছাড়া দুটি পাকা ভবন, একটি টিন সেড বিল্ডিং ও একটি মার্কেট আছে। এছাড়া কলেজে ছাত্র-ছাত্রীদের খেলার জন্য সুবিশাল মাঠ আছে। কলেজটি আরিচা-টাংগাইল মহাসড়কের পাশে নিরিবিলি মনোরম ছায়া সুশীতল পরিবেশে অবস্থিত
বাঙ্গালী জাতির জনক শেখ মুজিবুর রহমান ও তার পারিবারিক চিকিৎসা প্রদানকারী এবং ভারতের পদ্মভূষন পদক প্রাপ্ত ডাঃ মনমথ নাথ নন্দী (এম.এন.নন্দী) এই কলেজের অন্যতম পৃষ্টপোশক ছিলেন। দেশের প্রাকৃতিক দুর্যোগেও কলেজের শিক্ষক-কর্মচারী সর্বদা এগিয়ে এসেছে। স্থানীয় ত্রান কার্য পরিচালনার পাশাপাশি ১৯৯৮ সালে ভয়াবহ বন্যার সময় মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ত্রান ভান্ডারে ‘‘তেরশ্রী কলেজ’’ ত্রান সামগ্রী প্রদান করে।
১৯৬৫ সনে ২রা জুলাই ‘‘তেরশ্রী কলেজ’’ ইস্ট পাকিস্থান সেকেন্ডারী এ্যান্ড হাইয়ার সেকেন্ডারী বোর্ডের স্বীকৃতি লাভ করে। স্বীকৃতি নম্বর ১৭আর/৬৫/১০৬০, তরিখ ০২/০৭/১৯৬৫ । ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি লাভ করে বি.এ ও বি.কম (পাশ) কোর্সে স্নাতক মানে উন্নীত হয়। বর্তমানে কলেজে চার শতাধিক ছাত্র-ছাত্রী লেখাপড়া করে। প্রতি বছর এইচ.এস.সি এবং ডিগ্রী (পাশ) পরীক্ষায় ‘‘তেরশ্রী কলেজ’’ ভাল ফলাফল করে আসছে। উল্লেখ্য ১৯৯২ সনে ঢাকা বিশ্ববিদ্যালংয়ের অধীনে অনুষ্ঠিত ডিগ্রী (পাশ) পরিক্ষায় ২য় স্থান অধিকার করে। বর্তমানে কলেজের নিজস্ব ২৭ বিঘা সম্পত্তি রয়েছে। ১৪ বিঘা ও ৬ বিঘার উপর প্রতিষ্ঠিত দুটি বিশাল পুকুর আছে। এছাড়া দুটি পাকা ভবন, একটি টিন সেড বিল্ডিং ও একটি মার্কেট আছে। এছাড়া কলেজে ছাত্র-ছাত্রীদের খেলার জন্য সুবিশাল মাঠ আছে। কলেজটি আরিচা-টাংগাইল মহাসড়কের পাশে নিরিবিলি মনোরম ছায়া সুশীতল পরিবেশে অবস্থিত। প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্যের দিক দিয়ে‘‘ তেরশ্রী কলেজ’’ বাংলাদেশের প্রথম সারির কলেজ গুলোর মধ্যে অন্যতম।
ক্রমিক নং | নাম | পদবী | শিক্ষাগত যোগ্যতা | মোবাইল নং |
1 | জনাব এ.এম নাঈমুর রহমান (এম.পি, মানিকগঞ্জ-০১) | সভাপতি | এম.এ | |
2 | জনাব আজিম উদ্দিন | বিদ্যোৎসাহী সদস্য | বি.এ | |
3 | কৃষিবিদ জনাব হাবিবুর রহমান | বিদ্যোৎসাহী সদস্য | এম.এ.জি | |
4 | জনাব আব্দুল খালেক | অভিভাবক প্রতিনিধি | এইচ.এস.সি | |
5 | জনাব মোঃ নরুল ইসলাম | অভিভাবক প্রতিনিধি | এইচ.এস.সি | |
6 | জনাব রবিউল ইসলাম | অভিভাবক প্রতিনিধি | এইচ.এস.সি | |
7 | জনাব হিরন্ময় দাশ | শিক্ষক প্রতিনিধি | এম.এ | |
8 | জনাব আশরাফ সিদ্দিকী | শিক্ষক প্রতিনিধি | এম.এ | |
9 | জনাব পাভেল রহমান | শিক্ষক প্রতিনিধি | এম.এ | |
10 | জনাব সৈয়দ ফিরোজ আলম | সদস্য সচিব | এম.এ |
সন | এইচ.এস.সি | পাশের হার |
2010 | এইচ.এস.সি | 69% |
2011 | এইচ.এস.সি | 53% |
2012 | এইচ.এস.সি | 47% |
2013 | এইচ.এস.সি | 53% |
সন | ডিগ্রী | পাশের হার |
2008 | ডিগ্রী | 77% |
2009 | ডিগ্রী | 70% |
2010 | ডিগ্রী | 50% |
2011 | ডিগ্রী | 94% |
2012 | ডিগ্রী | 86% |
2013 সালে আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্ট এর রানার আপ।
অত্র কলেজ জাতী বিশ্ববিদ্যালয়ে উর্নিত করা মানিকগঞ্জ জেলার মডেল কলেজে উত্তর্ন হওয়া।
ঢাকা- গাবতলী হতে -মানিকগঞ্জ- মানিকগঞ্জ হতে ঘিওর, ঘিওর থানাধীন তেরশ্রী ডিগ্রী কলেজ।
ক্রমিক নং | নাম |
1 | অভিনয় সাহা |
2 | ডাঃ আলমাছ হোসেন |
3 | আবু আলী |
4 | আজাহারুল ইসরাম সিদ্দিকী |
5 | ডাঃ মান্নান |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস