এই বিদ্যালয়টিতে ৩টি ভবন আছে। ১নং ভবনটি আধাপাকা এর দৈর্ঘ্য ৮৪র্ ´প্রস্থ ২০র্ । ২নং ভবনটি ১৯৯৫ ইং সনে স্থাপিত হয়। এর দৈর্ঘ্য ৩৮র্ এবং প্রস্থ ২৪র্ ৩নং ভবনটি স্থাপিত হয় ২০০৫/০৬ইং অর্থ বছরে। এবং দৈর্ঘ্য ৫৪র্ প্রস্থ ২০র্ । বিদ্যালয়টির পূর্ব পাশে পরিত্যক্ত সম্পত্তির একটি খেলার মাঠ আছে। বিদ্যালয়ের দক্ষিন পাশে একটি ক্ষুদ্র জলাশয় আছে। জমির পরিমান ৩৩ শতাংশ। বর্তমান বিদ্যালয়ে পদ সংখ্যা ১০টি।
ঘিওর থানাধীন উভাজানী গ্রামে ১৯৩৬ ইং উভাজানী সরকারী প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়। প্রথম পর্যায়ে স্থানীয় ধনাড্য ব্যক্তি বাবু পারবতী চরন সরকার ও রজনীকামত্ম সরকার এর বাড়ীতে একটি ঘরে পড়া লেখার কাজ হতো। এভাবে বেশ কিছু দিন চলার পর উনাদের দানকৃত ৩৩ শতাংশ জমির উপর বাড়ীর নিকটে একটি টিনের কাচা ঘর তৈরী করে দেন। পরবর্তীতে তৎকালীন পাকিসত্মান সরকার ১৯৬৫ সালে কাচা ঘরটির স্থানে একটি আধাপাকা ভবন তৈরী করেন। সাহা বর্তমানে ১নং ভবন নামে বিবেচিত। বর্তমানে পি.ডি.পি ২ এবং আই.ডি এর আরও দুইটি ভবন আছে। |
শ্রেণী | সংখ্যা |
শিশু শ্রেণী | ৩০ |
প্রথম শ্রেণী | ৭৪ |
দ্বিতীয় শ্রেণী | ৬৩ |
তৃতীয় শ্রেণী | ৮৩ |
চতুর্থ শ্রেণী | ৬৫ |
পঞ্চম শ্রেণী | ৫০ |
সর্ব মোট | ৩৬৫ |
জনাব মোঃ বিলস্নাল মিয়া | সদস্য |
জনাব বিকাশ চন্দ্র সরকার | সদস্য |
জনাব সামসুন্নাহার | সদস্য |
জনাব রাজেদা বেগম | সদস্য |
জনাব সবিতা রানী মন্ডল | সদস্য |
জনাব মোঃ রাজা মিয়া | ইউ.পি সদস্য |
জনাব সুপ্রিয়া বিশ্বাস | ইউ.পি সদস্য |
জনাব বীরেন্দ্র কুমার মন্ডল | দাতা সদস্য |
জনাব মোঃ আবুল হোসেন | শিক্ষক প্রতিনিধি |
জনাব শ্যামলা রানী শিকদার | শিক্ষক প্রতিনিধি |
সাল পাশের হার%
২০০৭ - ৯৬%
২০০৮ - ৯১%
২০০৯ - ৯১%
২০১০ - ৯৭ %
২০১১ - ১০০%
সন সাধারন ট্যালেন্টপুর
২০০৬ ৩ -
২০০৭ ৪ -
২০০৮ ১ ১
২০০৯ ২ ১
২০১০ ১ -
২০১১ ১
বাস যোগাযোগ (সুগম)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস