বিদ্যালয়ের জমির পরিমাণ ৩৩শতাংশ। আঃ রহিম সাহেবের ছোট ভাই মোঃ সহিদুর রহমান জমি দান করেন। বর্তমানে বিদ্যালয়ের শিক্ষকপদ ৬জন কর্মরত আছেন।
এলাকার ছেলে মেয়ে লেখাপড়া করতে পারত না বিধায় জনাব মোঃ আঃ রহিম সাহেব তার জমির উপর বাড়ী থেকে একটি ঘর এনে ৪জন শিক্ষক নিয়োগ দিয়ে কামারজাগী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়টি চালু করেন। ১৯৭৫সন হতে ১৯৮৬সন পর্যন্ত আঃ রহিম সাহেব চালিয়ে আসেন। গত ১৫-১১-১৯৮৬িইং সনে বিদ্যালয়টি জাতীয়করণ হয়।
ক্রমিকনং | নাম | পদবী | ক্যাটাগরী |
১ | বীরমুক্তিযোদ্ধা আঃ রহমান | সভাপতি | বিদ্যুৎসাহী |
২ | আলেয়া পারভীন | সহ:সভাপতি | অভিভাবক |
৩ | আছিয়া বেগম | সদস্য | ,, |
৪ | মোঃ সায়েদুর রহমান | সদস্য | ,, |
৫ | মোঃ পান্নু মিয়া | সদস্য | ,, |
৬ | মোঃ সহিদুর রহমান | সদস্য | দাতা |
৭ | চাম্পা আক্তার | সদস্য | স:প্রা:বি: |
৮ | মোঃ সফিকুল ইসলাম | সদস্য | উচ্চ বিদ্যালয় প্রতিনিধি |
৯ | মোঃ আঃ হালিম | সদস্য | ওয়ার্ড মেম্বর |
১০ | মৌমুমী আক্তার | সদস্য | বিদ্যূতসাহী |
১১ | মোঃ আঃ আওয়াল | সদস্য সচিব | প্রধান শিক্ষক |
সন | অংশগ্রহণকারীর সংখ্যা | কৃতকার্য ছাত্র-ছাত্রীর সংখ্যা | পাশের হার |
২০১০ | ২৩ | ২৩ | ১০০% |
২০১১ | ৩০ | ৩০ | ১০০% |
২০১২ | ১৩ | ১৩ | ১০০% |
২০১৩ | ৩১ | ৩১ | ১০০% |
২০১৪ | ৩০ | ৩০ | ১০০% |
বিদ্যালয়ে সকল পরীক্ষার ফলাফল সন্তোষজনক। প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষার পাশের হার ১০০% অর্জিত হয়েছে।
সুসজ্জিত শ্রেণীকক্ষ, ছাত্র-ছাত্রীর জন্য আলাদা টয়লেট,উপস্থিতির হার বৃদ্ধি, সমাপণী পরীক্ষায় পাশের হার ১০০%ধরে রাখা, মান সম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের যাবতীয় পদক্ষেপ সমূহ অনুসরণ করে শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখা, বিদ্যালয়টিতে এক শিফট পরিচালনা করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস