বিদ্যালয়টি বানিয়াজুরী ইউনিয়নের জাবরা গ্রামে অবস্থিত। ছাত্র-ছাত্রীর সংখ্যা ২৩০ জন। শিক্ষক সংখ্যা৪ জন। এটি দুই শিফ্টে পরিচালিত বিদ্যালয়। একটি এক তলা ভবন যার মোট কক্ষ ৪টি। শিক্ষার্থীদের শ্রেণীকক্ষ হিসেবে ৩টি এবং শিক্ষক মিলনায়ন হিসেবে একটি ব্যবহার করা হয়।
বিদ্যালয়টি ১৯৩৯ ইং সনে নকীববাড়ী গ্রামে প্রতিষ্ঠিত হয়। নানা চড়াই উৎরাই পেরিয়ে নানা জায়গায় ঘুরে বর্তমান জায়গায় আসে দেশ স্বার্ধন হওয়ার আগে। বিদ্যালয়টির জায়গা দান করেন আব্দুর রশীদ কানু সাহেব।
শ্রেণী শিশু শ্রেণী প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণী | ছাত্র ১৩ ২৮ ১৮ ১৫ ১৩ ১৩ | ছাত্রী ১৫ ২৪ ২৯ ২৯ ১৭ ১৬ | মোট ২৮ ৫২ ৪৭ ৪৪ ৩০ ২৯ |
| ১০০ | ১৩০ | ২৩০ |
বাবু হরিদাস রাজবংশী কাজী মাহেলা জনাব মোঃ মমিন্ উদ্দিন খান জনাব মোঃ ইদ্রিস মিয়া জনাব মোঃ আব্দুস সামাদ জনাব মোঃ মজনু মিয়া জনাব মোঃ আসলাম উদ্দিন বাচ্চু জনাব মোঃ তৌহিদুল ইসলাম জনাব খাদিজা বেগম জনাব একে এম আজাদ জনাব সুফল চন্দ্র সাহা | সভাপতি সহ সভাপতি সদস্য ’’ ’’ ’’ ’’ ’’ ’’ শিক্ষক প্রতিনিধি সদস সচিব |
সাল ২০০৭ ২০০৮ ২০০৯ ২০১০ ২০১১ | অংশ গ্রহণকারীর সংখ্যা ২৩ ২৩ ৩৫ ৩৬ ৩৪ | পাশ ২২ ১৪ ২৫ ২৯ ৩৪ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস