বিদ্যালয়ে জমির পরিমান ৩৩ শতাংম। জমি দাতাগন ১। আহাম্মদ আলী কাজী, ২। হাশেম আলী কাজী ও আব্দুর রাজ্জাক কাজী। বর্তমানে বিদ্যালয়ে ১টি পাকা ভবন আছে এবং এতে ৩টি শ্রেনী কক্ষ ও ১টি অফিস কক্ষ আছে। এছাড়া একটি টয়লেট আছে। শিশু শ্রেনী থেকে ৫ম শ্রেনী পর্যন্ত মোট ১৩৭ জন শিক্ষার্থী রয়েছে। কর্মরত শিক্ষক ২ জন এবং ১জন পুল শিক্ষক ১৬-২-২০১৫ তারিখে যোগদান করেছেন। ১ জন শিক্ষক দীর্ঘ দিন যাবৎ চিকিৎসা ছুটিতে আছেন।
এলাকার জনগনের উদ্যোগে ১৯৮৬ খ্রিষ্টাব্দে বড়বিলা সরকারী প্রাথমিক বিদ্যালটি প্রতিষ্ঠিত হয়। ২০১৩ সালের পহেলা জানুয়ারী জননেত্রী শেখ হাসিনা বিদ্যালয়টিকে জাতীয়করন করেন এবং শিক্ষকদের চাকুরী সরকারীকরন করেন।
ক্রমিক নং | নাম | পদবী | ক্যাটাগরী | মন্তব্য |
১ | মোঃ আব্দুল বাতেন | সভাপতি | বিদ্যোৎসাহী | |
২ | মোঃ রফিকুল ইসলাম | সহ- সভাপতি | ওয়ার্ড মেম্বার | |
৩ | আসমা বেগম | সদস্য | বিদ্যোৎসাহী | |
৪ | মোঃ লালন মিয়া | সদস্য | অভিভাবক | |
৫ | বিনা বেগম | সদস্য | অভিভাবক | |
৬ | সাজেদা বেগম | সদস্য | অভিভাবক | |
৭ | মোঃ জাহাঙ্গীর আলম | সদস্য | শিক্ষক প্রতিনিধি | মাধ্যমিক বিদ্যালয় |
৮ | আসমা বেগম | সদস্য | বিদ্যোৎসাহী | |
৯ | মোঃ খোরশেদ আলম | সদস্য | অভিভাবক | |
১০ | সাহিদা বেগম | সদস্য | শিক্ষক প্রতিনিধি | স:প্রা:বি: |
১১ | মোঃ আব্দুস ছালাম | সদস্য সচিব | প্রধান শিক্ষক |
সন | অংশগ্রহনকারীর সংখ্যা | কৃতকার্যের সংখ্যা | পাশের হার | মন্তব্য |
২০১০ | ৮ | ১ | ১২% | |
২০১১ | ১৩ | ১৩ | ১০০% | |
২০১২ | ১৬ | ১৬ | ১০০% | |
২০১৩ | ১৬ | ১৫ | ৯৩% | |
২০১৪ | ২১ | ২১ | ১০০%২০১২ |
২০১২ সালের বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে ইউনিয়ন চ্যাম্পিয়ন।
২০১৩ সালের বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে ইউনিয়ন ও উপজেলা চ্যাম্পিয়ন।
২০১৪ সালের বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে ইউনিয়ন চ্যাম্পিয়ন ও উপজেলা রানার আপ।
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরনের যাবতীয় পদক্সেপ গ্রহন করে বিদ্যালয়ে পাঠ দানের মানোন্নয়ন করা। প্রাথমিাক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাশের হার ১০০% নিশ্চিত করা ও জিপিএ ৫.০০ পাওয়ার প্রচেষ্টা করা।
বড়বিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়। গ্রামঃ বড়বিলা, পোষ্টঃ তেরশ্রী, উপজেলাঃ ঘিওর, জেলাঃ মানিকগঞ্জ।ঘিওর উপজেলা শিক্ষা অফিস থেকে প্রায় ৮ কিলোমিটার উত্তর ঘিওর দৌলতপুর রাস্তার পাশে বিদ্যালয়টি অবিস্থিত। বাস রিক্সা যোগে বিদ্যালয়ে আসার ব্যবস্থা রয়েছে।
ক্রমিক নং | নাম | ফলাফল | মন্তব্য |
১ | পারভীন আক্তার | জিপিএ= ৪.৩৩ | |
২ | রোকসানা আক্তার | জিপিএ= ৪.০০ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস