স্থানীয় জনগনের সহযোগীতায় ১৯২২ ইং সনে কুন্দুরিয়া গ্রামে একটি বিদ্যালয় স্থাপিত হয়। এই গ্রামের একজন শিক্ষক ফটিক চন্দ্র মন্ডল ছাত্র-ছাত্রীদের লেখা পড়া করান। |
১৯২২ইং সনে বিদ্যালয়টি স্থাপিত হয়। প্রথমে ইহা ছনের ঘর ছিল এর পর জনগনের সহযোগীতায় ঘরটি টিনের করা হয়। সুখমই সরকার বিদ্যালয়ের নামে কিছু জায়গা দান করেন। এভাবে বিদ্যালয়টি চলতে থাকে। ১৯৯১/১৯৯২ ইং সনে বিদ্যালয়টি আধা পাকা হয়। |
শ্রেণী | মোট |
শিশু শ্রেণী | ১৬ |
প্রথম শ্রেণী | ১৬ |
দ্বিতীয় শ্রেণী | ১৯ |
তৃতীয় শ্রেণী | ২২ |
চতুর্থ শ্রেণী | ২৫ |
পঞ্চম শ্রেণী | ১২ |
মোট = | ১১০ |
বাবু চিত্তরঞ্জন সরকার বাবু নরেশ চন্দ্র সরকার মোঃ আকতার হোসেন জয়তারা মৃধা গোকুল চন্দ্র মন্ডল নীলিমা ভৌমিক মোঃ হাশেম সেলিনা বেগম হামেদা বেগম মায়া রাণী মন্ডল গুরম্নদাস সরকার | সভাপতি সহ সভাপতি বিদ্যোৎসাহী সদস্য মহিলা বিদ্যোৎসাহী সদস্য উচ্চ বিদ্যালয় শিÿক সদস্য মেধা সদস্য সদস্য সদস্য সদস্য শিÿক প্রতিনীধি সদস্য সদস্য সচিব |
সাল ২০০৭ ২০০৮ ২০০৯ ২০১০ ২০১১ | পাশের হার ১০০% ৮৫% ১০০% ৭২% ৯৬% |
২০০৭ইং সনে ১ জন মেয়ে
২০১০ইং সনে ১জন মেয়ে।
বিদ্যালয়টি গ্রামের দূর্গম এলাকায় ইহা মানিকগঞ্জ হইতে হরিরামপুর যাওয়ার রাসত্মায় সরূপাই বাজার হইতে ০২ কি.মি পাহহেটে বিদ্যালয়টির চারিদিকে পানি থাকে । |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস