সংক্ষিপ্ত বর্ণনাঃ
বিদ্যালয়টি গ্রামের মাঝামাঝি স্থানে অবস্থিত বিদ্যালয়টিতে একটি পাকা দ্বিতল ভবন ও একটি আধা পাকা ভবন আছে। দ্বি-তল ভবন ও একটি আধাপাকা ভবন আছে। দ্বি-তল ভবনে একটি অফিস কক্ষএকটি উপকরন কক্ষ, বাকি চারটি শ্রেনিকক্ষ। আধা পাকা ভবনে দুইটি শ্রেনিকক্ষএবং একটি স্টোর রুম আছে। বিদ্যালয় আঙ্গিনায় তিনটি শৌচাগার ও দুইটি নলকূপ আছে। দক্ষিণ খেলার মাঠ।
স্বর্গীয় যোগানন্দ ব্রহ্মচারী ১৯২৭ সনে ছোট একটি টিনের ঘরে বিদ্যালয়ের কার্যক্রম শুরু করেন। নামকরন করেন ‘‘যোগানন্দ পাঠশালা।’’ সম্ভবত ১৯৬৭-৬৮ অর্থ বছরে বিদ্যালয়টি সরকারি অনুদানে ৮৪ ফুট ১৮ ফুট সাইজ পাকা ভবন তৈরি হয় নামকরন হয় মাশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভবনের ছাদ নষ্ট হওয়ার পর পুনরায় টিনের চালা দেয়া হয়। ২০০৩-০৪ অর্থ বছরে সরকারি অর্থায়নে ৬১ফুট ২৫ফুট সাইজ আরও একটি পাকা ভবন নির্মিত হয়। ২০০৫-০৬ অর্থ বছরে পি.ই.ডি.পি-২ অর্থায়নে উক্ত পাকা ভবন টি দোতালা হয়।
ক্রমিক নং | নাম | পদবী | ক্যাটাগরী | মন্তব্য |
১ | মোঃ চান আলী ফকির | সভাপতি | বিদ্যোৎসাহী | |
২ | মোঃ আজাহার বিশ্বাস | সহঃসভাপতি | অভিভাবক | |
৩ | মোঃ আলমাছ হোসেন | সদস্য | ,, | |
৪ | মিনু বেগম | সদস্য | ,, | |
৫ | রিজিয়া বেগম | ,, | ,, | |
৬ | হাসিনা বেগম | ,, | বিদ্যোৎসাহী | |
৭ | হোসনআরা আক্তার | ,, | শিক্ষক প্রতিনিধি | উ:বি: |
৮ | চান আলী বেপারী | ,, | ওয়ার্ড মেম্বার | |
৯ | এম.ডি.এ.জলিল | ,, | শিক্ষক প্রতিনিধি | স:প্রা:বি: |
১০ | পলাশ মজুমদার | সদস্য সচিব | প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) |
সাল পাশের হার%
২০০৭ - ৯৩%
২০০৮ - ১০০%
২০০৯ - ১০০%
২০১০ - ৫৩%
২০১১ - ১০০%
২০১১ সনে ১ জন বালক সাধারন গ্রেডে বৃত্তিপ্রাপ্ত
বিগত সকল পরীক্ষার ফরাফল সন্তোষ জনক। সমাপনী পরীক্ষার পাশের হার ১০০% অর্জিত হয়েছে।
সুসজ্জিত শ্রেণীকক্ষ, উপস্থিতির হার বৃদ্ধি, সমাপনী পরীক্ষার পাশের হার ১০০% ধরে রাখা, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের যাবতীয় পদক্ষেপসমূহ অনুসরণ করে শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখা।
উপজেলা হতে পাকা রাসত্মায় তরা হয়ে কলতা বাজার দূরত্ব ৪০ কিঃ মিঃ। কলতা বাজার হতে কাচা রাস্তাপায়ে হেটে বিদ্যালয়ে যাতায়াত করা যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস